দৌলতপুরে মিথ্যা মামলায় নির্দোষ কলেজ পড়ুয়া যুবককে ফাঁসানোর চেষ্টা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলছে মামলা বাণিজ্য। এতে বিভিন্ন সময় ফাঁসিয়ে দেয়া হচ্ছে নির্দোষ ব্যক্তিদের। এমনই ঘটনা ঘটেছে উপজেলার আল্লাহর দর্গা গোরস্তনসংলগ্ন এলাকায়।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে অসৎ কাজ করার উদ্দেশ্যে আসে চামনা গ্রামের কিশোর শহিদুল ইসলাম সিপন। ওই এলাকায় সিপন আসলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে এবং স্থানীয় লোকজনকে সিপন কোনো ধরনের সদুত্তর দিতে না পারলে রাতেই ওই কিশোর সিপনকে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনার সময় অনেক উৎসুক লোকজন সেখানে জড়ো হলে স্থানীয় লোকজনই তাকে উদ্ধারপূর্বক পুলিশের হেফাজতে দিয়ে দেয়। পরে অসুস্থ অবস্থায় ওই কিশোরকে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে সু চিকিৎসা করানো হয়। এমন অবস্থায় কিছু কুচক্রী স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার ও এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে অবৈধ ফায়দা লোটার জন্য সোনাইকুন্ডী গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব হাজী মিজানুর রহমান বিশ্বাসের ছোট ছেলে সোয়েব বিশ্বাসের নাম জড়িয় উক্ত ঘটনার জন্য দায়ী করে অপপ্রচার চালতে থাকে।
এ ঘটনায় সোয়েব বিশ্বাসকে ৩ নম্বর আসামি করে মোট ৭ জনের নামে ওই কিশোরের মা মোছা. আম্বিয়া খাতুন বাদী হয়ে কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়ে নিজে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সাথে সোয়েব বিশ্বাসসহ ৬ যুবকের কোনো ধরনের সম্পৃক্ততা নেেই বলে জানান ওই এলাকায় বসবাসরত সাধারণ জনগণ।
তারা জানান, মামলাটি মূলত ষড়যন্ত্রমূলকভাবে করে এদের ফাঁসিয় দেয়া হয়েছে। কিন্তু ঘটনার দিনে হাজী মিজানুর রহমানের ছোট ছেলে সোয়েব তার বড় ভাই মাহি বিশ্বাসের সাথ ঢাকায় অবস্থান করেণ। ঢাকা সিটি কলেজে ভর্তিও হন এবং তার সকল প্রকার মূল ডকুমেন্টস আছে ফেঁসে যাওয়া ভুক্তভোগী পরিবারের কছে। বাকি ৬ জন অবস্থান করছিলেন তাদের বাড়িতে।
পরে ওই দিন রাত ৯টার দিকে ঢাকার গাবতলী বাস কাউন্টার থেকে এসডি গাড়িতে টিকিট করে রাত ৩টার দিকে আল্লাহর দর্গায় এসে পৌঁছে সেখানে থেকে ফিরেই জানতে পারেন এলাকায় এমন ঘটনা ঘটেছে এবং এ ঘটনার জন্য সোয়েব বিশ্বাসকে জড়িয়ে চলছে অপপ্রচার।
এমন ঘটনায় ষড়যন্ত্রমূলক মামলায় ফেঁসে যাওয়া সোয়েব বিশ্বাস সহ ওই ৬ যুবকের পরিবারের লোকজন হতাশা প্রকাশ করে বলেন, কোনো দোষ না করেও এমন হয়রানিমূলক মামলা হওয়া সত্যিই দুঃখজনক ব্যাপার।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, কিশোর সিপনকে মারধরের ঘটনায় দৌলতপুর থানায় কিশোরর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, মামলা নাম্বার ৩৫।
এমএসএম / জামান
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ