চরমোনাইয়ে যাওয়ার পথে নৌকা ডুবে রায়গঞ্জের ৫ জনের মৃত্যু
নৌকাযোগে চরমোনাই মাহফিলে যাওয়ার পথে ট্রলারের সাথে ধাক্কা খেয়ে নৌকা ডুবে রায়গঞ্জের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বরিশালের ভাসানচর ইউপির বাগুরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা ইয়াকুব আলী।
তিনি জানান, চরমোনাইয়ের মাহফিল উপলক্ষে অনেক কাফেলা রায়গঞ্জ থেকে রওনা দিয়েছিল। এদের মধ্য একটি কাফেলা নদীপথে নৌকাযোগে যাওয়ার প্রাক্কালে বরিশালের ভাসানচর ইউপির বাগুরগাঁ এলাকার ঘাটে অবস্থান করে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে বিপরীতমুখী একটি ট্রলার ঘাটে বাঁধা কাফেলার নৌকার ওপর দিয়ে তুলে দেয়। তাৎক্ষণিক ট্রলারের আঘাতে নৌকাটি ডুবে যায়। তখন সবাই ঘুমম্ত অবস্থায় ছিলেন। পরে চিল্লাচিল্লি শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে। উদ্বারকাজ শেষে উপজেলার কাবারীপাড়ার হাজী আব্দুল কুদ্দুসের (৭০) মৃতদেহ পাওয়া যায় এবং ৪ জন নিখোঁজ আছেন বলে কাফেলার দায়িত্বশীল মাওলানা মামুনুর রশিদ জানান।
পরে নিখোঁজ চারজনের লাশও উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা। নিহতরা হলেন- উপজেলার রুদ্রপুরের মৃত আব্দুল ওয়াহেদ আলীর ছেলে মো. আ. কুদ্দুস (৭২), মৃত হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), কাবারীপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫২) এবং মৃত কছিমুদ্দিম সেখের ছেলে রফিকুল ইসলাম (৬০)।
ঘটনাস্থলে চরমোনাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৌঁছেছেন বলে জানা গেছ।
এদিকে এই আকস্মিক ঘটনায় উপজেলার রুদ্রপুর ও কাবাড়িপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / জামান