তানোরে স্কুলভিত্তিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ‘রুমি’
রাজশাহীর তানোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নারীর অধিকার প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন’ শিরোনামে দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে ‘এসিডি’ নামে এক সংস্থা।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে বিজয়ী অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোসা. রুমি আক্তারকে শ্রেষ্ঠ পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক, স্কুলের শিক্ষার্থী, ইয়ুথ ফোরামের সদস্য কুলসুম খাতুন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাস সকালের সময়কে বলেন, তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো। সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দুর্নীতি প্রতিহত করা। সর্বোপরি রাজনৈতিক ব্যবস্থাটি যাতে জনগণের স্বার্থে কাজ করে, তা নিশ্চিত করা।
তিনি আরো বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদে উল্লেখ আছে জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক। এই অনুচ্ছেদের আলোকে তথ্যের মালিক জনগণ। জনগণের তথ্য-অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিতকরণ। দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানে মৌলিক অধিকার রূপে স্বীকৃত চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তথ্যপ্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে তথ্য অধিকার আইন-২০০৯ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয়।
পরিশেষে কৃষ্ণা বিশ্বাস সকালের সময়কে বলেন, এসব প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তথ্য অধিকার আইন জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে সহায়ক হতে পারে। নারীরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্যপ্রাপ্তির মাধ্যমে নিজেদের ক্ষমতায়ন করতে পারেন।
এমএসএম / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
Link Copied