ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

দুই যুগ পর গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৩:৩৫
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দুই যুগেরও বেশি সময় পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পৌর শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তোরণ নির্মাণের কাজ চলছে পুরোদমে। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, উদ্যম, প্রত্যাশা লক্ষ্য করা যায়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ১৯ নভেম্বর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর গত ২৬ বছরে আর কোনো নিয়মিত কমিটি গঠন করা হয়নি। ১৯৯৬ সালে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ও নিয়মিত কমিটি গঠনের পর গঠনতান্ত্রিকভাবে মেয়াদ শেষ হয়েছে ১৯৯৯ সালে। সর্বশেষ ২০১৭ সালের দিকে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত আহ্বায়ক কমিটি সাংগঠনিক কাজ চালিয়ে আসছে।
 
কাউন্সিল উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
 
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা জানান, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়নি। তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা কারণেই তা সম্ভব হয়নি। নতুন-পুরাতনের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি হবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।
 
ফাহমী গোলন্দাজ বালেল এমপির সিদ্ধান্তের ওপর সকলের বিশ্বাস ও  আস্থার কথা শোনা যায়। তিনি যে সিদ্ধান্ত নেবেন দলীয় নেতাকর্মীরা তা মেনে নেবেন বলে জানান তারা।
 
সম্মেলনের প্রস্তুতি হিসেবে কার্যকরি কমিটির সভা করে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন সফল করতে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে । বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে গফরগাঁও পৌর শহরকে দৃষ্টিনন্দন তোরণ নির্মন করা হচ্ছে।পৌরসভার চত্বরে ও আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তনে তৈরি করা হচ্ছে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের মঞ্চ।শিবগঞ্জ বাজার থেকে গফরগাঁও পর্যন্ত ভালুকা টু গফরগাঁও সড়কে,গফরগাঁও টু ময়মনসিংহ (কেবিআই)সড়কে মাইজহাটি থেকে গফরগাঁও পর্যন্ত দৃষ্টিনন্দন তোরণ নির্মান করা হচ্ছে।উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা সম্মেলনকে সফল করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে।
 
ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি,উপজেলা আওয়ামী লীগের সদস্য,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, সম্মেলনের প্রস্তুতির প্রায় ষাট ভাগ কাজ শেষ হয়েছে।সম্মেলনের আগের দিনেই শতভাগ কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন,আমাদের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গফরগাঁও উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন। নেতাকর্মীরা আগামী দিনগুলিতেও নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে ।
 
এ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, দীর্ঘদিন পর গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে ।আমাদের উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপি নতুনদের সুযোগ করে দিতে নিয়মিত সম্মেলন করার কথা বলেছেন।

এমএসএম / জামান

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার