ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ৩:৫৪

ঘুষের টাকা পরিশোধ না করলেই ঠিকাদারদের বিল আটকে দেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার। অভিযোগ উঠেছে তার এমনই ঘুষকান্ডের কারণে বন্ধ ও ধীবগতিতে চলছে ৮ কোটি টাকা বরাদ্দের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ। ঢাকা (প্রধান প্রকৌশলীর কার্যালয়) থেকে ফান্ড আনতেও ঠিকাদারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া ছাড়াও ওই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। 
জানা যায়, সাবেক এমপি এবিএম আনিছুজ্জামানের সুপারিশে কিশোরগঞ্জের তাড়াইল থেকে বদলি হয়ে, গত বছরের (২০২৪ সালের) ২৮ ফেব্রুয়ারি ত্রিশালে যোগদান করেন প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকারকে। ওই এমপির কার্যকালে নিজেকে আওয়ামীলীগ পরিবারের একজন দাবি করে দাপটের সঙ্গে অনিয়ম দুর্নীতির চালিয়ে যেতে থাকেন বলে অভিযোগ উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) অফিসের অফিস স্টাফদের।
উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি)র ত্রিশাল অফিসে রয়েছেন ৩ জন উপ-সহকারী প্রকৌশলী। ৩ জন উপ-সহকারী প্রকৌশলী থাকা সত্বেও প্রকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত বাদশা মিয়া নামে এক উপ-সহকারী প্রকৌশলী। গেল ৩০ জুন বাদশা মিয়ার প্রকল্পের মেয়াদকাল শেষ হলেও তাকে দিয়েই করানো হচ্ছে উপজেলার স্কুল ও রাস্তাঘাটসহ ৬০ শতাংশ কাজ। রহস্যজনক কারন নয়, ঘুষ-দুর্নীতির বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই তার স্বাক্ষরে বিল উত্তোলনসহ এখনো সকল ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক উপ-সহকারী প্রকৌশলী জানান, প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহর খন্দকারের সকল ঘুষ লেনদেনের কাজটি করেন তার একান্ত বিশ্বস্ত প্রকল্প কর্মকর্তা বাদশা মিয়া। তার কাছে গেলেই যেন মিলে সব সমস্যার সমাধান। তাই স্থানীয় ঠিকাদারদের কাছে তিনি জ্বীনের বাদশা নামে খ্যাত। 
স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, দুর্নীতিবাজ এ কর্মকর্তাকে বরাদ্দের ২ শতাংশ কমিশন পরিশোধ না করলে কাজের বিল আটকে দেন। উপজেলা প্রকৌশলীর এমনই ঘুষকান্ডের কারণে বন্ধ রয়েছে উপজেলার দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ। ধীরগতিতে কাজ চলছে কাজিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ। এছাড়া এক বছর আগে টেন্ডার হলেও গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ এখনো শুরুই হয়নি। ভ্যাট আইটি বাদে ৮ কোটি টাকা বরাদ্দের ওই ৮টি স্কুলের কাজ ঘুষকান্ড থেকে মুক্তি নিয়ে কবে শেষ হবে তা যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। এছাড়াও এই কর্মকর্তার যথাযথ তৎপরতা ও দায়িত্ব অবহেলার কারণে ২০২২ সালে শুরু হওয়া ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীণ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণকাজের কোন অগ্রগতি নেই বলেও অভিযোগ আছে। 
ঘুষের এক লাখ পেয়েও উপজেলা প্রকৌশলী খুশি নন বলে, বছরখানেক আগে টেন্ডার হওয়া গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। ঢাকা (প্রধান প্রকৌশলীর কার্যালয়) থেকে ফান্ড আনার জন্যও ঠিকাদারের কাছ থেকেও নেয়া হয় টাকা।    
সরেজমিন পৌরশহরের নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনে শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ ও দুটি শ্রেণিকক্ষ রয়েছে। বছর খানেক ধরে নির্মানাধীণ ভবনের কাজ বন্ধ থাকায় শ্রেণিকক্ষের সংকটের ফলে ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষা। 
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিক মিয়া জানান, কাজ শেষ না হওয়ায়, খোলামেলা পড়ে থাকে। এতে রাতের বেলায় মাদকসেবীদের আখড়ায় পরিনিত হয়েছে বিদ্যালয়টি। শ্রেণিকক্ষের পাশাপাশি ওয়াশরুমের প্রয়োজনীয়তা খুবই জরুরী। তাই দ্রুত কাজ শেষ করতে বহুবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেছি। তাতে কোন লাভ না হওয়ায়, ৭/৮মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। তবে ঠিকাদার সাজ্জাদুল ইসলাম বাবু জানিয়েছেন তিনি খুব দ্রুতই কাজ শুরু করবেন।     
দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের গ্রেডভিম ও তার ওপর কলামের (পিলারের) রড বাধাঁর কাজ পর্যন্ত সম্পন্ন হলেও ৪ মাস ধরে কাজ বন্ধ রয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। 
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার খাইরুল ইসলাম বলেন, ভ্যাট আইটি সহ এক কোটি ২৮ টাকা। ৪০ লাখ টাকার কাজ করেছি। তারমধ্যে বিল পাইছি ২১ লাখ টাকা। ঘুষের টাকা দেইনি বলে, উপজেলা প্রকৌশলী বিল অনুমোদন করছে না। তিনি প্রতিটি কাজে বরাদ্দের টু পারসেন্ট কমিশনের টাকা না পাওয়া পর্যন্ত হয়রানি চালিয়ে যান। আমার মতো অবস্থা অনেকেরই। ঘুষ দিচ্ছে না, বিল পাচ্ছে না। 
ঠিকাদার তাজুল ইসলাম জানান, গুজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। কাজটি পাই আমি। ঢাকা থেকে ফান্ড অনুমোদন ও কমিশন বাবদ উপজেলা প্রকৌশলী আমার কাছ থেকে নেন এক লাখ টাকা। এরইমধ্যে এক বছর অতিবাহিত হলেও আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন না তিনি। এছাড়াও উপজেলার কৈতরবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়ের কাজ শেষ করেছি এক বছর আগে, অথচ এখনো ফাইনাল বিল পাইনি। উপজেলা ইঞ্জিনিয়ারকে ঘুষ না দিলেই আটকে যায় বিল।      
ভবন নির্মাণকাজের কোন অগ্রগতি নেই কেন, জানতে চাইলে কাজিরকান্দা এবং দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদার জিয়া উদ্দিন শাহীন বলেন, সমস্যার কারণে এক বছর কাজ বন্ধ ছিল। ২ পার্সেন্ট ঘুষের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আমার সঙ্গে পার্সেন্টিসের ঝামেলা শেষ। কাজ শুরু করেছি। 
নামপ্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, উনি ত্রিশালে যোগদানের পর এ যাবত কোন ঠিকাদার বরাদ্দের দুই পারসেন্ট টাকা পরিশোধ করা ছাড়া কোন কাজের বিল সঠিকভাবে পাননি।  
ঘুষের টাকা পরিশোধ না করলে ঠিকাদারদের বিল আটকে দেয়ার অভিযোগ অস্বীকার করে, এসব বিষয়ে জানতে চাইলে ত্রিশাল উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার বলেন, কোন ঠিকাদারের কাছ থেকে কোনো ঘুষ নেইনি। ফান্ড নেই তাই বিল দিতে পাচ্ছি না। ফান্ড এলেই ধারাবাহিক ভাবেই বিদ্যালয়গুলোর চলবে। ফান্ড আনার নামে ঠিকাদারের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করে তিনি বলেন, এসব ভুয়া আলাপ।  
৩ জন উপ-সহকারী প্রকৌশলী থাকা সত্বেও মেয়াদোত্তীর্ণ প্রকল্প কর্মকর্তা এক বাদশা মিয়াকে দিয়েই কিভাবে উপজেলার স্কুল ও রাস্তাঘাটসহ ৬০ শতাংশ কাজ করাচ্ছেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাদশার দায়িত্ব শেষ হয়নি, আর কম বেশি সবাইকে দিয়ে কাজ করানো হচ্ছে।  

এমএসএম / এমএসএম

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার

অভয়নগরে নারীকে হত্যার চেষ্টায় আটক ১