নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ আসনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্যকে বিকৃত করে অপর একটি পক্ষ মিথ্যাচার করছে দাবি করে স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রবিবার সকালে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নূরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নূরুল আমিন জসিম বলেন, গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠন। যাহা নাঙ্গলকোটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনগণের উপস্থিতি ছিল, যেখানে ৩০ হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে। সমগ্র নাঙ্গলকোট মিছিলের নগরীতে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পূর্বে আনন্দ সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া র্যালির শুভ উদ্বোধন করেন এবং বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনমুখী বক্তব্য রাখতে গিয়ে তিনি কাউকে সরাসরি নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ একটি সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন। যদিও আমাদের অবস্থান ছিল সরাসরি নাম উল্লেখ করে ২০০৮ সালের নির্বাচনে যারা মুনাফেকি করে নৌকা মার্কায় ভোট দিয়েছে তাদের নেতাকে সর্তক করা, যিনি অতিসম্প্রতি একটি বক্তব্যে লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্ধৃতি দিয়ে আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে হেয়প্রতিপন্ন করে কথা বলেছেন। এই বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমাদের নেতা রাজনৈতিক শিষ্টাচার মেনে নাম উল্লেখ না করেই বক্তব্য রাখেন। অথচ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের নেতাকে নিয়ে একটি চক্র অপরাজনীতিতে মেতে উঠেছে।
এ নিয়ে গত শুক্রবার রাতে তথাকথিত একটি প্রতিবাদ সভা ডেকে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখে কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন ছোট নয়ন, যার চাঁদাবাজির কারণে তাঁর রাজনৈতিক ডিমোশন হয়েছে এবং তিনি নাঙ্গলকোটের বাটপার ও আওয়ামী স্বৈরাচারের দোসর পালিয়ে যাওয়া উপজেলা চেয়ারম্যান কালুর দালাল হিসাবে পরিচিত, আওয়ামী শাসনামলে দলীয় দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় অব্যাহতি প্রাপ্ত আনোয়ার হোসেন মুকুল এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির লিখিত আদেশে বহিষ্কৃত মাজহারুল ইসলাম ছুপু।
অপপ্রচারকারীদের কাছে আমাদের প্রশ্ন যার পক্ষ নিয়ে আপনারা কেন্দ্রীয় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধাচরণ করছেন, সেই লোক নাঙ্গলকোট তথা জাতির কাছে গণদুশমন এবং বিএনপির শোকজপ্রাপ্ত নেতা। প্রকৃতপক্ষে কলিজা খোরের বংশধরেরা বিএনপির একজন জাতীয় নেতার বহিষ্কার চেয়ে তথাকথিত একটি প্রতিবাদ সভা করে, যা দেখে আমাদের হাসি পায়।
আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্য ছিল, তাঁর চেয়ে রাজনীতিতে পিছনের সারির এবং যারা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিল না, তারা যেন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলে। প্রকৃত পক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার জনপ্রিয়তা দেখে একটি দুষ্ট চক্র ঘোলা পানিতে মাছ শিকার করার মতো করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে তার দূরত্ব সৃষ্টি করতে ধারাবাহিকভাবে অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া বক্তব্যে বিএনপি নেতারা বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা বানোয়াট বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে নাঙ্গলকোটের জনগণকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, অহিদুল ইসলাম, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, নুর আহম্মেদ, আবু নাছের, কাউসার আলম লিটন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেল, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, নাঙ্গলকোট কামিল মাদরাসা ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ।
এমএসএম / এমএসএম

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
