নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে। বাংলা পৌষ মাসের শেষ দিনে চাকই গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপস্থিত সবার নজর কাড়ে।এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শিশুরা মাঠে জড়ো হতে থাকেন। উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সওয়ারিদের রণকৌশল উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। তারা মাঠের চারপাশে দাঁড়িয়ে-বসে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ¡াসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া, আর সেই ঘোড়দৌড় দেখে উৎসাহিত হন নানা বয়সের দর্শনার্থীরা। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।এ ঘোড়দৌড় প্রতিযোগীতায় ১২টি ঘোড়া অংশ নেয়।
ঘোড়দৗড় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা: মধুমিতা, বিএনপি নেতা মো: সুলতান মোল্যা,৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকারিয়া হোসাইন,সহ-সভাপতি মো: শেখ সাদী, বিছালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাসানুর রহমান,যুবদল নেতা শেখ রিয়াজুল ইসলাম জসিম, মো: মোকাররম আকুঞ্জি,মো: মোস্তাফিজুর রহমান,মো: তানভীর শেখ, মো: সাজ্জাদ বিশ^াস, মো: ইমরান শেখ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রুবেল মোল্যা,ছাত্রদল নেতা মো: মেহেদী হাসান,মো: সাজিদ হাসান নয়ন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষমেলা উদযাপন কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম বলেন, আবহমান গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই কালের বিবর্তনে আজ বিলুপ্তির পথে। এসব ঐতিহ্যবাহী খেলার মধ্যে একসময় গ্রামবাংলার অন্যতম ঐতিহ্য ছিল ঘোড়ার দৌড় (ঘোড়দৌড়) প্রতিযোগিতা। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে এখনও নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই এলাকায় প্রতিবছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হাজার হাজার নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে।মূলত গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়। ঘোড়দৌড় ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় জারিগান ও শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বাংলার সংস্কৃতি মনে করিয়ে দিতে আর এলাকাবাসীকে আনন্দ দিতেই এই আয়োজন।গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিছালী ইউপি সদস্য মো: মাজহারুল ইসলাম জানান, মানুষকে বিনোদন দেয়ার জন্য এবং আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি, খেলাধুলা এবং ঐতিহ্য রক্ষা করার জন্য প্রতি বছর চাকই এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষমেলার আয়োজন করা হয়ে থাকে।
ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য মোরাদ হোসেন শেখ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এতে অংগশগ্রহণ করে। যশোরের অভয়নগর থেকে ঘোড়দৌড় দেখতে আসা মুহিম বলেন, আমি প্রত্যেক বছর এ দিনটির জন্য অপেক্ষা করে থাকি। এ প্রতিযোগিতা হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে করিয়ে দেয়। ঘোড়দৌড় দেখতে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বলেই এখানে আসা।
এমএসএম / এমএসএম
ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য
তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী
নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি