প্রেমের কারণে কিশোরের আত্মহত্যা ও কিশোরীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে শহিদুল ইসলাম সামি (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে এবং নিলুফা (১৭) এক কিশোরীর বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ছেলে এবং আহত নিলুফা ইলিয়াস প্রকাশ মনুর মেয়ে।
সূত্রে জানা যায়, সামির সাথে নিলুফার প্রণ ঘটিত ব্যাপার ছিল এবং পরিবার থেকে মেনে না নেয়ায় কিশোরটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করেছে।
হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসআই জাহাঙ্গীর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান