ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

উপকূলে নারীদের উন্নয়নে আলোর পথ দেখাচ্ছে 'তথ্য আপা'


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১২:২৩

বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবন বেষ্টিত উপকূল খুলনার কয়রায় গ্রামীণ নারীদের জীবন-জীবিকা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদানসহ বাল্যবিবাহ, ফোতয়া, নারী প্রতি সহিংসতা, জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন করে আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’। সেই সাথে গ্রামীণ নারীদের হাতের মুঠোয় প্রযুক্তির সুবিধা এনে দিয়েছে তথ্য আপার তথ্যকেন্দ্র। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য আপা’র তথ্যকেন্দ্রর মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে।

খুলনা কয়রা  উপজেলায় তথ্য আপা এখন পাড়ায় পাড়ায় গ্রামীণ নারীদের কাছে সুপরিচিত নাম। তথ্য আপার তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ নারীরা জানতে পারছেন চাকরির খবর, পরীক্ষার ফলাফল, সরকারি বিভিন্ন সেবাসমূহের তথ্য। এছাড়াও শিক্ষা, কৃষি ও আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওজন পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছেন ‘তথ্য আপা’।নারীদের জীবন মান উন্নয়নের ভরসা স্থান হয়ে উঠেছে।

মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম  বলেন, ইন্টারনেটের দুনিয়া আমাদের কাছে অজানা ছিল। আপা আমাদের স্বাস্থ্য, চিকিৎসাসহ বিনামূল্যে বিভিন্ন পরামর্শ ও সেবা দিচ্ছে। এতে আমরা খুব উপকৃত হচ্ছি।

৪নং কয়রা গ্রামের আসমা খাতুন বলেন, তথ্যকেন্দ্রটি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে। গ্রামের নারীরা যে কোনো সমস্যা তথ্যকেন্দ্রের তথ্য আপাদের কাছে বলছেন। তথ্য আপারা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছেন। যেটা তারা পারছেন না সেটা উপজেলার বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দিচ্ছেন। সেবা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে তারা নিয়মিত পর্যবেক্ষণ করেন। ফলে সহজেই একজন নারী কাংক্ষিত সেবা পাচ্ছেন তথ্যকেন্দ্রে।

জানা গেছে, উপজেলার  ৭টি ইউনিয়নে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। এ তথ্য আপা কেন্দ্রে একজন তথ্য আপা (তথ্য সেবা কর্মকর্তা) ও দুজন সহকারী রয়েছেন। শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায় এ স্লোগানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপা দ্বিতীয় প্রকল্পে এ তথ্যকেন্দ্র উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয় ২ হাজার ৫০ জনকে। ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ১২ হাজার ৯৭০ জনকে।

তথ্যকেন্দ্রে সেবা প্রার্থী রয়েছেন সাড়ে ৪ হাজার। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূলের নারীদের নিয়ে চলে উঠান বৈঠক। বৈঠকে অংশ নেন বিভিন্ন দফতরের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। শিক্ষা, কৃষি, আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয় বৈঠকে অংশ নেওয়া নারীদের।

কয়রা  তথ্যকেন্দ্রের তথ্য আপা ইসকিতা আফরিন বলেন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা তথ্য আপা প্রকল্প এসডিজির লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সমান ভূমিকা নিশ্চিতকরণে কাজ করছে।তৃণমূলের গ্রামের সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যই তথ্য আপা কাজ করে যাচ্ছে ।  নারীদের সেবা প্রদান করাই এই প্রকল্পের কাজ।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনা ও মনিটরিংয়ে তথ্যকেন্দ্রের সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে। আমি অনেক উঠান বৈঠকে উপস্থিত থেকে নারীর অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা ও তার সমাধানের বিষয়টি আলোচনা করে থাকি। এ প্রকল্পের আওতায় নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে। এটি নারীর ক্ষমতাকে আরো বেগমান করবে।

এমএসএম / জামান

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’