ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে গণটিকা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৪:৫৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে গণটিকা প্রদান করা হয়েছে। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সবার হাতে হাতে ভোটার আইডি কার্ডের ফটোকপি। দেখে মনে হবে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে এসেছেন ভোটাররা। কিন্তু বাস্তবে তা নয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের শরীরে এন্টিবডি তৈরিতে করোনার গণটিকা নিতেই এই দীর্ঘ লাইন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রের অন্তত ৯টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত সেই টিকার জন্য। কেউ কেউ সকাল ৮টার মধ্যে টিকা নিতে চলে গেছেন কেন্দ্রে কেন্দ্রে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহণ করেন তারা। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশি বলে সরেজমিন দেখা গেছে।

পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা ফাতেমা বেগম বলেন, গণটিকা নিতে এসে আমি খুবই খুশি। কারণ, করোনা যেভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তা ভাবতেই অবাক লাগে। অদৃশ্য এই শক্তিকে মোকাবেলা করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, এজন্যই পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সবাইকে কেন্দ্রে নিয়ে এসেছি টিকা দিতে।

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে এসে শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য টিকার ব্যবস্থা করায়। আমি নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আমার পরিচিত এবং আশপাশের যারা রয়েছেন তাদের করোনার গণটিকা নিতে উদ্বুদ্ধ করছি।

টিকাদান কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খান। টিকা কেন্দ্রগুলোতে জনসাধারণের স্বতঃস্ফ‍ূর্ত উপস্থিতি দেখে সন্তষ প্রকাশ করেন তিনি।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহানকে সাথে নিয়ে পাঠানপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়াসহ স্থানীয় লোকজন ও টিকা গ্রহীতারা।

সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে প্রচুরসংখ্যক মানুষ উপস্থিত হয়ে টিকা গ্রহণ করছেন।

পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া জানান, পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানের দিকনির্দেশনায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ কেন্দ্রগুলো নীল-লাল রংয়ের বেলুন দিয়ে গেট করে সুসজ্জিত করে তুলেছেন। পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু নয়াগোলা উচ্চ বিদ্যালয়সহ ৩টি কেন্দ্র, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়সহ ৩টি কেন্দ্র এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ শহীদ মহর আলী উচ্চ বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রকে মনোমুগ্ধকর করে সজ্জিত করেছেন। গণটিকা বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি  পৌর কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা চোখে পড়ার মতো ছিল।

এমএসএম / জামান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে