চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে গণটিকা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে গণটিকা প্রদান করা হয়েছে। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সবার হাতে হাতে ভোটার আইডি কার্ডের ফটোকপি। দেখে মনে হবে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে এসেছেন ভোটাররা। কিন্তু বাস্তবে তা নয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের শরীরে এন্টিবডি তৈরিতে করোনার গণটিকা নিতেই এই দীর্ঘ লাইন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রের অন্তত ৯টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত সেই টিকার জন্য। কেউ কেউ সকাল ৮টার মধ্যে টিকা নিতে চলে গেছেন কেন্দ্রে কেন্দ্রে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহণ করেন তারা। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশি বলে সরেজমিন দেখা গেছে।
পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা ফাতেমা বেগম বলেন, গণটিকা নিতে এসে আমি খুবই খুশি। কারণ, করোনা যেভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তা ভাবতেই অবাক লাগে। অদৃশ্য এই শক্তিকে মোকাবেলা করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, এজন্যই পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সবাইকে কেন্দ্রে নিয়ে এসেছি টিকা দিতে।
পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে এসে শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য টিকার ব্যবস্থা করায়। আমি নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আমার পরিচিত এবং আশপাশের যারা রয়েছেন তাদের করোনার গণটিকা নিতে উদ্বুদ্ধ করছি।
টিকাদান কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খান। টিকা কেন্দ্রগুলোতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সন্তষ প্রকাশ করেন তিনি।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহানকে সাথে নিয়ে পাঠানপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়াসহ স্থানীয় লোকজন ও টিকা গ্রহীতারা।
সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে প্রচুরসংখ্যক মানুষ উপস্থিত হয়ে টিকা গ্রহণ করছেন।
পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া জানান, পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানের দিকনির্দেশনায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ কেন্দ্রগুলো নীল-লাল রংয়ের বেলুন দিয়ে গেট করে সুসজ্জিত করে তুলেছেন। পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু নয়াগোলা উচ্চ বিদ্যালয়সহ ৩টি কেন্দ্র, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়সহ ৩টি কেন্দ্র এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ শহীদ মহর আলী উচ্চ বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রকে মনোমুগ্ধকর করে সজ্জিত করেছেন। গণটিকা বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি পৌর কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা চোখে পড়ার মতো ছিল।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
