গুমানমর্দ্দনে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
চট্টগ্রামের হাটহাজারীর ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের সহায়তায় ল্যাব সিডিআরসি মডেল অনুসরণে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জীবন চক্র ভিত্তিক পুনর্বাসন (প্রজীপু) প্রকল্পের আওতায় এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন গবেষক ড. আকবর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।
ইউপি সচিব মো. আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আলী আকবর মিন্টু, হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. আবু তাহের।
অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান