ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি আখ চাষীদের


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৪:৫২
জয়পুরহাট কেন্দ্রীয় আখ চাষী সমিতির সাধারণ সভা ও অনিয়ম বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছেন আখ চাষীরা। কোতোয়ালীবাগ সমবেত আখ চাষী সমবায় সমিতির প্রতিনিধি মমতাজুর রহমানের পাঁচবিবির ব্যবসায়িক কার্যালয়ে কেন্দ্রীয় আখ চাষী সমিতির ৩৭টি প্রাথমিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলার কাঁশপুর সমবেত আখ চাষী সমবায় সমিতির প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন সমবেত আখ চাষী সমবায় সমিতির সভপাতি এ্যাডঃ আখতারুজ্জামান বাবু, কোতোয়ালীবাগ সমবেত আখ চাষী সমবায় সমিতির প্রতিনিধি মমতাজুর রহমান, আটাপুর ইউনিয়ন সমবায় সমিতির প্রতিনিধি আব্দুল ওয়াহেদ মন্ডল প্রমুখ। 
 
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপনা কমিটিতে শূণ্যতা থাকায় দাদরা জন্তিগ্রাম আখ চাষী সমবায় সমিতির প্রতিনিধি কর্তৃক নির্বাচন স্থগিতের জন্য  উচ্চ আদালতে ৫৭৭১/২০২০ নং একটি রিট মামলা দায়ের করলে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের আদেশ ঘোষণা করেন। উচ্চ আদালত নির্বাচন কমিটির সভাপতির নির্বাচন স্থগিত করলেও ২০২০ সালে ১৯ সেপ্টেম্বর থেকে অসমবায়ী ব্যক্তিকে সমবায়ী প্রতিনিধি বানিয়ে জোরপূর্বক সমিতি পরিচালনা করে আসছেন বলেও অভিযোগ করেন।
 
এছাড়াও সমিতিতে ঘটে যাওয়া অনিয়ম ও বেআইনী কার্যক্রম তদন্তের দাবিতে ১০টি সমিতির প্রতিনিধিগণ একযোগে ২০২১ সালের ২৯শে আগস্ট ঢাকার আগারগাঁও সমবায় অধিদপ্তর এর নিবন্ধক ও মহাপরিচালক বরাবর আবেদনও করেন। এসব উপেক্ষা করে কিছু অসমবায়ী ব্যক্তিকে আবারও সমবায় প্রতিনিধি বানিয়ে গত (২৪ ফেব্রুয়ারি) সাধারণ সভা করার ঘোষণা করেন এবং অসমবায়ী ব্যক্তিদেরকে নির্বাচিত করার ষড়যন্ত্র করতে থাকেন। 
 
প্রহশনের সাধারণ সভার তারিখ ঘোষনার পর পূর্বের দরখাস্ত করা ১০টি সমিতির সাথে একত্তা ঘোষনা করে ও ঘোষিত সাধারণ সভা বন্ধ এবং অর্ন্তবতী কালীন কমিটি নিয়োগ দানের দাবিতে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক বরাবর আরও ২৪টি সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ একযোগে আবেদন করেন। 
 
এত কিছুর পরেও ভূঁয়া প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা করার চেষ্টা করলে জয়পুরহাট কেন্দ্রীয় আখ চাষী সমবায় সমিতির ৪১টি প্রাথমিক সমিতির মধ্যে ৩৭টি প্রাথমিক সমিতির প্রতিনিধিবৃন্দ জমায়েত হয়ে এই প্রতিবাদ সভা করেন এবং প্রহশনের সাধারণ সভা বন্ধসহ অত্র সমিতিতে ঘটে যাওয়া বিগত দিনের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে ৪৯ ধারায় সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের দাবি করেন এবং অর্ন্তবতী কালীন কমিটি করে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠনের দাবি জানান।

এমএসএম / জামান

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নোয়াখালী বিভাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন