৩০০ পর্ব পার করল ‘স্মৃতির আল্পনা আঁকি’
টেলিভিশনের ইতিহাসে বাংলাদেশে খুব কমসংখ্যক ধারাবাহিক নাটক রয়েছে, যা ৩০০তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে। কিছুসংখ্যক নাটক ৩০০তম পর্ব পার করলেও দুঃখজনকভাবে কমেছে তার জনপ্রিয়তা। হারিয়েছে গল্পের উৎকর্ষতা এবং নির্মাণশৈলী। কিন্তু ‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। ভালো নির্মাণশৈলী এবং গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন, অর্ক মোস্তফা এবং পরিচালক মুরাদ পারভেজ। এটিএন বাংলায় প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে।
একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী নিয়ে চলছে নাটকের কাজ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগগীর, জেএস হিমি, খালেকুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, প্রাণ রায়, শর্মিলী আহমেদ, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, তৈয়ব তুহিন, অবাক রিয়াদ, রিয়া বর্মণ, এসএম মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল, তানভির মাসুদ, রিয়াজ রাজ, মুসা রুবেল, তাজমেরিন ইভানা, মানতাহা ওয়ারদা, মার্জান সুমি, দীপক কর্মকার, মাহমুদ আলম, সানিয়া চৌধুরী লাজুক, প্রাণেশ চৌধুরী, মাহসুদুল মারুফ রহমান, মারিয়া মাইসা, আফরিন রাইসা, জাকারিয়া রাহি, আরিয়া অরিত্রা, শাহাদাত হোসেন সাগর, সুব্রত সাহা, রাজিব মজুমদার, জান্নাতুল তূর্ণা, নাহার লাবণী, এম আই জুয়েল, অঙ্কিত বিপুল, সাগর শেখ, শেখ জ্যোতি, বিজয়, রাসেল, রুদ্র বিপ্লব, শেখ স্বপ্না, ঝুনা চৌধুরী, মিলি মুন্সী, ফারজানা চুমকি, পাপড়ি পায়েল, জেসমিন জারা, নীরব হোসেন, মাধবি লাতা, সাদিকা মালিহা শখ, কামরুল সরকার, তাসনিমা ঐশী, শেখ শপ্না, রিশিতা লাবনি সীমানা, পাপড়ি পায়েল, নিরুপমা নির্ঝর, সোহেল তন্ময়, সাথী মাহমুদ, সানিম নীর, শ্রাবণী খান, নুসরাত স্বপ্না, আদ্রিকা অ্যানি, হোসাইন জীবন, নিশা আলম, মাসুম রেজয়ান।
পর্ব পরিচালক জিনাত তামান্না, রিনটু পারভেজ। শীর্ষ পরিচালনা মুরাদ পারভেজ।
এমএসএম / এমএসএম
রূপের জাদুতে তাক লাগালেন জয়া!
আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম
সহযাত্রীর মায়ের সঙ্গে কিয়ারার দুর্ব্যবহারের অভিযোগ
শাড়ি-খোপা চুলে কুসুমের স্নিগ্ধতা
আলোচনায় দোলার ‘মিনতি’
শাহরুখকে কাকু বলিনি : হান্দে এরচেল
তাদের জন্য খারাপ লাগছে না : পরীমণি
অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের
ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর
কাতারে গিয়ে শান্তি খুঁজে পেলেন সাইফ!
জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায়
রাজনীতি নিয়ে যা বললেন অভিনেত্রী
Link Copied