গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টাকা দাবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শুকানপুর গ্রামে রাতের আঁধারে ফরিদ হোসেন নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নামে তল্লাশি চালিয়ে গ্রাহকের মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যানের বিরুদ্ধে।
শুকানপুর গ্রামের ফরিদ হোসেন বলেন, কিছুদিন আগে হঠাৎ করে রাতের বেলায় পারা-প্রতিবেশী কাউকে না জানিয়ে শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যান আমার বাড়িতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নামে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ সংযোগ না পেয়ে পরে মিটারের তারে নাকি ফুটো পাওয়া গেছে, এ অভিযোগে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং পরদিন সকালে আমাকে তাদের শালাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে দেখা করার জন্য আমার স্ত্রীকে বলে আসেন।
পরদিন সকালে পল্লী বিদ্যুৎ সমিতির বড়পুকুরিয়া সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুলের সঙ্গে দেখা করলে তিনি আমাকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে মোটা অংকের জরিমানা হবে। তার থেকে আমাকে ৪০ হাজার টাকা দেন, বিষয়টি এখানেই মীমাংসা করে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দেব। এই শুনে বাড়িতে আসার কিছুক্ষণ পর অফিসের লোক এসে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় ১০ হাজার টাকা নিয়ে আনোয়ারুলকে দিয়ে আসি।
তিনি আরো বলেন, এ ঘটনার কয়েক দিন পর পুনরায় আনোয়ারুল আমার বাড়িতে গিয়ে মিটার ভাঙার জন্য পাঁয়তারা করে এবং আমার বাড়িতে গিয়ে বলে আপনার স্বামীকে একটা ভালো মিটারের জন্য অফিসে গিয়ে আবেদন করতে বলবেন। এ সময় আশপাশের লোকজন এসে ভিড় করলে তারা মিটার না ভেঙে চলে আসে। পরবর্তীতে বিষয়টি আমি পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের জানালে তারাই আবার আমার ৪০ হাজার টাকা জরিমানা করে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ওই গ্রাহককে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. এনামুল হক বলেন, নিয়ম অনুযায়ী ওই গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্নের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে অফিসিয়ালভাবে নিষ্পত্তি হওয়ার পর ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এক্ষেত্রে অফিসিয়ালভাবে বিষয়টি নিষ্পত্তির আগে তিনি ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। বিষয়টি তিনি অনিয়ম করেছেন।
এমএসএম / জামান

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নোয়াখালী বিভাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
Link Copied