গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টাকা দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শুকানপুর গ্রামে রাতের আঁধারে ফরিদ হোসেন নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নামে তল্লাশি চালিয়ে গ্রাহকের মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যানের বিরুদ্ধে।
শুকানপুর গ্রামের ফরিদ হোসেন বলেন, কিছুদিন আগে হঠাৎ করে রাতের বেলায় পারা-প্রতিবেশী কাউকে না জানিয়ে শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যান আমার বাড়িতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নামে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ সংযোগ না পেয়ে পরে মিটারের তারে নাকি ফুটো পাওয়া গেছে, এ অভিযোগে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং পরদিন সকালে আমাকে তাদের শালাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে দেখা করার জন্য আমার স্ত্রীকে বলে আসেন।
পরদিন সকালে পল্লী বিদ্যুৎ সমিতির বড়পুকুরিয়া সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুলের সঙ্গে দেখা করলে তিনি আমাকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে মোটা অংকের জরিমানা হবে। তার থেকে আমাকে ৪০ হাজার টাকা দেন, বিষয়টি এখানেই মীমাংসা করে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দেব। এই শুনে বাড়িতে আসার কিছুক্ষণ পর অফিসের লোক এসে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় ১০ হাজার টাকা নিয়ে আনোয়ারুলকে দিয়ে আসি।
তিনি আরো বলেন, এ ঘটনার কয়েক দিন পর পুনরায় আনোয়ারুল আমার বাড়িতে গিয়ে মিটার ভাঙার জন্য পাঁয়তারা করে এবং আমার বাড়িতে গিয়ে বলে আপনার স্বামীকে একটা ভালো মিটারের জন্য অফিসে গিয়ে আবেদন করতে বলবেন। এ সময় আশপাশের লোকজন এসে ভিড় করলে তারা মিটার না ভেঙে চলে আসে। পরবর্তীতে বিষয়টি আমি পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের জানালে তারাই আবার আমার ৪০ হাজার টাকা জরিমানা করে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ওই গ্রাহককে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. এনামুল হক বলেন, নিয়ম অনুযায়ী ওই গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্নের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে অফিসিয়ালভাবে নিষ্পত্তি হওয়ার পর ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এক্ষেত্রে অফিসিয়ালভাবে বিষয়টি নিষ্পত্তির আগে তিনি ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। বিষয়টি তিনি অনিয়ম করেছেন।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ
কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা
Link Copied