লেখক সমাজের এক অগ্রদূত আব্দুল কাদের

নাম আব্দুল কাদের। কিন্তু পরিবার আর বন্ধু মহলে তিনি কাউসার নামেই বেশি পরিচিত। বাবা আব্দুস সোবহান এবং মা আলেয়া বেগম এর পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ঢাকার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে এস. এস. সি. ও নটর ডেম কলেজ থেকে এইচ.এস.সি. এবং পরে ঢাকা বিশ্ব-বিদ্যালয় থেকে বি.বি.এ ও এম.বি.এ শেষ করে দেশে-বিদেশে বেশ কিছু বহুজাতিক কোম্পানিতে কাজ করার পর বর্তমানে কন্সলাটেন্সি ও ট্রেইনিং পেশায় নিয়োজিত আছেন। ২০১৯ সালে (একুশে বই মেলায়) প্রথম আত্ম-প্রকাশ ক্ষুদে গোয়েন্দা অর্থাৎ-কিনা ছোটদের জন্য লেখা ‘এক মিনিটের রহস্য’ বইটির মাধ্যমে। ইতিপূর্বে একুশে বইমেলায় আত্ম-উন্নয়ন, আর্থিক-স্বাবলম্বিতা ও দাম্পত্য সম্পর্ক (রিলেশনশিপ) এর উপর লিখিত বিশ্বের বেস্ট সেলিং বইগুলোর সারাংশ নিয়ে একাধিক ‘বই-সংক্ষেপ- সংকলন’ প্রকাশিত হয়েছে। ‘সুখি জীবন’- বইটি হচ্ছে তাঁর আত্ম-উন্নয়ন মূলক সিরিজের চতুর্থ ও শেষ বই।ছোটবেলা থেকে সাহিত্য এবং গবেষণা নির্ভর মন মানসিকতা নিয়ে বড় হয়েছেন তিনি।পড়াশোনা এবং কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে চলতো তার লেখালিখি এবং গবেষণার কাজ । তার সাহিত্যে যেমন ছোটদের জন্য তিনি ভেবেছেন ‘এক মিনিটের রহস্যের ' মাদ্ধমে আবার তার গবেষণার মাদ্ধমে বিশ্বের বেস্ট সেলিং বই গুলোর মধ্যে আত্মউন্নয়ণ মূলক ,আর্থিক সাবলম্বিতা এবং দাম্পত্য সম্পর্কের বিষয় নিয়ে সার সংক্ষেপ লিখে পাঠক সমাজেও সুনাম অর্জন করার দক্ষতা রেখেছেন ।এই বিষয়ে তিনি বলেন, এখন জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে পৃথিবী ছোট হয়ে আসছে।সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর আগের মতো করে অনেক পৃষ্ঠার বড় বই পড়ার অনেকেরই ধৈর্য্য বা ব্যাস্ততার জন্য সময় হয়ে উঠে না, তাই অনেক বছর আগে থেকেই আমি ভাবতাম যে কিভাবে একটা বড়ো বইকে সারসংক্ষেপ লেখা যায় যার ফলে পাঠক অনেক স্বল্প সময়ের মাদ্ধমে আমার সার সংক্ষেপ বই গুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবে এবং প্রধান বই সম্পর্কে ধারণা পেয়ে যাবে।তবে সার সংক্ষেপ বইগুলো আমার দীর্ঘদিনের গবেষণার ফসল বলা যেতে পারে।পাশাপাশি তিনি ছোট বড় সবার জন্য সহজ উপায়ে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলার জন্য ‘ইংরেজি স্পিকিং কোর্স ‘নামে একটি বই লিখেছেন যা অনলাইন বুক শপ গুলোতে পাওয়া যাবে।এই বইয়ের মাদ্ধমে যারা অনর্গল ইংরেজি কথা বলাতে দুর্বল অতি অল্প সময়ে এই বইটি পরে এবং চর্চার মাদ্ধমে অনর্গল ইংরেজি তে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবে ।পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা বই পড়ুন এবং পরিবারের সদস্যদের বই পড়তে উৎসাহিত করুন কারণ বই হচ্ছে একমাত্র বন্ধু যা আপনার জ্ঞান এর উন্নতির একমাত্র মেধা বিকাশের সোপান।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
