ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৯-৩-২০২২ বিকাল ৬:৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে বিপদগ্রস্ত করতে চায় এবং সরকারকে বিপদগ্রস্ত করতে চায়, এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বুধবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, যুদ্ধের কারণ দেখিয়ে মানুষকে ঠকিয়ে বিপদের মুখে ফেলে কথিত মুনাফা অর্জনের মানসিকতা পরিহার করুন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশে মজুদ তেলগুলো যুদ্ধের আগে আমদানি করা হয়েছে। যুদ্ধের পর নতুন করে দেশে কোনো তেল আমদানি করা হয়নি। যুদ্ধের আগে আনা তেলের দাম এখন কোন দোহাই, কোন কারণে বৃদ্ধি করবেন? এটাকে কোনোভাবে মেনে নেয়া যায় না। যারা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে বিপদগ্রস্ত করতে চায় এবং সরকারকে বিপদগ্রস্ত করতে চায় এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রতি আহ্বানও জানান হানিফ।

হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার হাত ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত। সেই খালেদা জিয়া কোনোদিন মানবতার মা হতে পারেন না, তিনি হত্যাকারীর মা হতে পারেন। একই সঙ্গে পৃথিবীর সব মিথ্যার রেকর্ড ভেঙে মির্জা ফখরুল এগিয়ে গেছেন বলেও মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, কারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, কারা স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল, এখনো কারা স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, তা দেশবাসী জানে।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দেশে করোনা ভাইরাসের বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাংগঠনিক কার্যক্রমে আরো বেশি গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে নতুনভাবে গোছানোর জন্য দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রাণ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন। আশা করছি এই সভার মাধ্যমে কক্সবাজারে আওয়ামী লীগ আরো সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং  বেলুন উড়িয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন- সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, শাহিন আক্তার এমপি, কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক এমপি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও সভায় জেলার বিভিন্ন ইউনিটের ৩ হাজার প্রতিনিধি অংশ নেন।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত