ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দ্রুতগতিতে এগিয়ে চলছে মুক্তিযোদ্ধাদের শেষ জীবনের স্বপ্ন 'বীর নিবাস'-এর নির্মাণকাজ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১:২৩

মুজিববর্ষে খুলনার কয়রায় ৯৮ লাখ  ৭০ হাজার টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধাদের শেষ জীবনের স্বপ্ন বীর নিবাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাড়ি নির্মাণ করা হচ্ছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গঠিত কমিটি কয়রা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অসচ্ছল ও বাড়ি পাওয়ার উপযুক্তদের বাছাই করে। প্রথম পর্যায়ে উপজেলার ৭টি ইউনিয়ন মধ্যে কয়রায় ১টি, মহারাজপুরে ১টি, বাগালীতে ১টি, আমাদী ইউনিয়েন ৪টিসহ মোট ৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বীর নিবাস নির্মাণের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত করে ভবন নির্মাণের কাজ গত ১৩ জানুয়ারি উপজেলা চেয়ারম্যার এসএম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের উদ্বোধনের মাধ্যমের একযোগে কাজ শুরু হয়, যা দ্রুতগতিতে চলমান রয়েছে। ভবন নির্মাণের ৮০ ভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। আগামী ১০ দিনের ভেতর সম্পূর্ণ কাজ শেষ হবে। প্রতিটি বীর নিবাস ভবনের ব্যয় ধরা হয়েছে ১৪ লোখ ১০ হাজার টাকা। প্রতিটি বীর নিবাসের আয়তন হবে ১৭৬৩ বর্গফুট। ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম, ১টি বেলকনি ও ২টি বাথরুম থাকছে প্রতিটি ভবনে।

ঘরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা জানান, ভাতা শুরুর প্রারম্ভে ভাতা অনেক কম ছিল। কিন্তু এখন তা বৃদ্ধি করে মাসে ২০ হাজার টাকা করা হয়েছে। তারা আরো বলেন, আমরা জীবনে কল্পনাও করতে পারিনি আমাদের পরিবার পাকা ঘরে বসবাস করবে। বর্তমান সরকারের এই পদক্ষেপ আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা শেষ জীবনে শান্তির নিশ্বাস ফেলে ঘুমাতে পারব। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, প্রতিনিয়ত কাজের তদারকি করা হচ্ছে, যাতে বীর নিবাস নির্মাণে কোনো ধরনের অনিয়ম না হয়। দ্বিতীয় পর্যায়ে আরো ৯ জন মুক্তিযোদ্ধার জন্য  বীর নিবাসের বরাদ্ধ হয়েছে, যেটার দরপত্র খুব দ্রুত আহ্বান করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ৭টি পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দৃষ্টিনন্দন ‘বীর নিবাস’-এর কাজ চলমান রয়েছে। মুক্তিযোদ্ধারা যেন সম্মানের সঙ্গে মানসম্পন্ন বাড়িতে বসবাস করতে পারেন সে লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্মাণাধীন এসব ভবনে নিম্নমানের কোনো নির্মাণসামগ্রী ঠিকাদারকে ব্যবহার করতে দেয়া হবে না বলেও তিনি জানান।

এমএসএম / জামান

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’