ভাতিজার প্রতারণায় সর্বস্ব হারালেন প্রবাসীর পিতা
ভাতিজার প্রতারণার ফাঁদে পা দিয়ে সবর্স্ব হারিয়েছেন এক প্রবাসীর বৃদ্ধ পিতা। এর প্রতিবাদ করায় নির্মম অত্যাচারের শিকার হয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেলহট্টি থেকে পালিয়ে আক্কেলপুরের শ্যালকের বাসায় আত্মগোপনে থাকা প্রবাসীর পিতা-মাতা ভাতিজা ও তার সহযোগীদের আক্রমণের শিকার হয়েছেন। এ ঘটনায় তাদের অপহরণের চেষ্টা করলে গ্রামবাসী ভাতিজা ও তার সহযোগীদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কালী ইউনিয়নের দেবীশাওল গ্রামে।
সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বেলহট্টি গ্রামের ইতালি প্রবাসী সবুজ মণ্ডলের বাবা বাবু মণ্ডলের (৬৫) আপন ভাতিজা ওমর ফারুক (২০) বিভিন্ন সময় তার জ্যেঠা বাবু মণ্ডলের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা প্রাথমিকভাবে নেয়া শুরু করে। পরবর্তীতে সাবেক পুত্রবধূ মামলা করেছে এবং ফাঁসি হবে এমন মিথ্যা ভয় দেখিয়ে প্রায় ৪০ লাখ আত্মসাৎ করে তার আপন ছোট ভাই বেলাল হোসেনের ছেলে ওমর ফারুক। প্রতারণার বিষয়টি বৃদ্ধ বাবু মণ্ডল বুঝতে পেরে টাকা দেয়া বন্ধ করলে শুরু হয় ভাতিজার নির্মম অত্যাচার। পরে প্রাণভয়ে তিনি তার শ্যালক ফিরোজ সাখিদারের বাসা আক্কেলপুরের দেবীশাওল গ্রামে আশ্রয় নেন।
আরো জানা গেছে, এ ঘটনায় রোববার বিকেলে তার ভাতিজা ওমর ফারুক দুজন সহযোগীসহ দুপচাঁচিয়া থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-১৩৮৮) ভাড়া করে তার শ্যালকের বাসায় এসে টানা-হেঁচড়া করে বৃদ্ধকে অপহরণ করার চেষ্টা করলে তাৎক্ষণিক গ্রামবাসী তাদের ঘেরাও করে। পরে আক্কেলপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ প্রাইভেটকার ও চালকসহ তিনজনকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় প্রবাসী সবুজ মণ্ডলের বাবা বৃদ্ধ বাবু মণ্ডল এবং তার মা শেফালী খাতুন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় রোববার গভীর রাতে মামলা দায়ের করে।
আটককৃতরা হলেন- বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বেলহট্টি গ্রামের বেলাল হোসেনের ছেলে ওমর ফারুক (২০), তার সহযোগী একই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের লছির উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪২), কাঁথালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাদ্দাম (৩০)। পরে প্রাইভেটকার ও চালক জুয়েল হোসেনকে ছেড়ে দেয় থানা পুলিশ।
প্রবাসীর বাবা বৃদ্ধ বাবু মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আপন ভাতিজা বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে আমার ও আমার প্রবাসী ছেলের কাছ থেকে প্রায় ৪০ লোখ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে আমাদের ওপর নির্মম অত্যাচার শুরু করে। তাদের অত্যাচারে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি এবং আতঙ্কে দিন পার করছি।
বৃদ্ধ বাবু মণ্ডলের ভাই বেলাল হোসেন বলেন, আমার ছেলে টাকা নিয়েছে এমন প্রমাণ নেই। আমার ছেলে নিরপরাধ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় প্রবাসী সবুজ মণ্ডলের বাবা ও মা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং প্রাইভেটকার চালক নিরপরাধ হওয়ায় তাকে এবং গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫