রায়গঞ্জে কৃষক হত্যা দিবস পালিত
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চুর সঞ্চয়ালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাঝি জিন্নাহ, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কলাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লিনা হক লৎফা, ছাত্রলীগ নেতা রবিন, স্বাধীনসহ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জামান / জামান