শেরপুরে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় পুরোনো সড়ক সংস্কারকাজে সিডিউল বহির্ভূতভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ উঠেছে উপজেলার ছোনকা-চমরপাথালিয়া ভায়া ধুনট উপজেলার মথুরাপুর সড়কে।
এ সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন। এ নিয়ে অতিরিক্ত নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
সরকারের জিওবি মেইন্টেন্যান্স প্রকল্পের আওতায় এলজিইডি বগুড়া কার্যালয়ের তত্ত্বাবধানে বগুড়ার শেরপুরের ছোনকা-চোমরপাথালিয়া ৪ কি.মি সড়কের কাজ পায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মীম এন্টারপ্রাইজ। এ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহারকারী শেরপুরের ঠিকাদার সুকুমার মোহন্ত এ সংস্কারের কাজ শুরু করেন। এ রাস্তা সংস্কারে নিম্নমানের ইট, ইটের খোয়া ব্যবহার করে বালু দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এছাড়াও সড়কের পাশে থাকা গাইডওয়ালগুলোও একেবারে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।
শেরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি পরে উপজেলার ভবানীপুর ও সুঘাট ইউনিয়নের সীমানাবর্তী ছোনকা- চোমরপাথালিয়া পর্যন্ত ৩.৯০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৭৫ লাখ টাকা অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ঠিকাদার সুকুমার মোহন্ত গত ২০ জানুয়ারি কাজ শুরু করেন। সংস্কারকাজ শেষ হবে আগামী ১৯ মে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশল অফিসের কতিপয় কর্মকর্তার সাথে সখ্যতার বিনিময়ে নিম্নমানের ইট, খোয়া এমনকি পুরান রাস্তায় পিচ কার্পেটিংয়ের অংশ পরিশোধন না করেই সমুদয় মিশিয়ে দিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে বলে সচেতন এলাকাবাসী অভিযোগ করেছেন।
তবে কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে এসব অনিয়ম করে চলছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়কের কাজে বাধা দেন। তারপর প্রকৌশল বিভাগকে মৌখিকভাবে জানিয়েও ফল পায়নি। এরপরও খারাপ ইট দিয়ে রাস্তা তৈরি করে বর্তমানে পিচ ঢালাইয়ের জন্য প্রস্তত করা হয়েছে। এহেন কাজ সমাপ্ত হলে ৬ মাসও টিকবে না বলে দাবি করেছেন সচেতন এলাকাবাসী।
১৬ মার্চ বুধবার বিকেলে সরেজমিন দেখা গেছে, সড়কে নিম্নমানের ইটের খোয়া ও সড়কের পাশের গাইড ওয়াল নিম্নমানের (৩নং ও ২নং) ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। অপরদিকে শ্রমিকেরা বলছেন, ঠিকাদার যে রকম ইট-বালু দিচ্ছেন, তা দিয়েই তাদের রাস্তা নির্মাণ করতে হচ্ছে। এছাড়াও সংস্কারকাজ তদারকিতে কোনো কার্য সহকারীকে (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) দেখা যায়নি। এ সময় স্থানীয়রা তদারকি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করেন উচ্চপর্যায় থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বগুড়ার আওতায় বাস্তবায়িত কাজের তদন্ত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আরিফুর ইসলাম বলেন, ওই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা সংস্কার শুরু করেছে। এতে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এবং শতাধিক এলাকাবাসীর লিখিত স্বাক্ষরের সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দায়ের করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সুকুমার মোহন্ত বলেন, ওই সড়ক সংস্কারে কোনো নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হচ্ছে না, তবে যাদের কাছ থেকে এসব সামগ্রী কেনা হচ্ছে , তারা ভুলবশত মাঝেমধ্যে এক নম্বর ইটের মধ্যে কিছু খারাপ ইট দিয়ে থাকতে পারে। তাছাড়া আমরা সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক শিকার।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, সড়ক সংস্কারে কয়েক জায়গায় নিম্নমানের সামগ্রীব্যবহার দেখা গেলেও ঠিকাদারকে ভালো সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং রাস্তাটি পর্যবেক্ষণ করছি।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোর্শেদ বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বর্তমানে কাজটি বন্ধ রাখা হয়েছে। আমি স্বয়ং তদন্ত করে এবং গুণগতমান ঠিক করেই সংস্কারকাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
