ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দহন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৩-২০২২ বিকাল ৫:৪৭
দহনের ছিদ্র থেকে 
জেগে ওঠে দেখি,
এক পলল সমভূমি যাপিত সময়,
রৌদ্রের ছোঁয়াই তামাটে শরীর। 
মাঠের আধার কুঁড়তে - কুঁড়তে 
মানুষ ও হঠাৎ  বারুদ হয়!
আচানক সময়ের কাছে হাটুগেড়ে
বসে পড়ে।
 
ক্ষণে -ক্ষণে বিস্ফোরিত হয়
মহামারী,যুদ্ধ পৃথিবীর চেয়ে ভারি 
অভাবি সংসার! 
ক্ষীণ হয়ে আসে হাতের তালুতে
সঞ্চিত ভালোবাসা।

এমএসএম / এমএসএম