দুই যুগ ধরে চলছে পান চাষ
পান চাষি সম্পর্কে অজ্ঞাত আক্কেলপুর কৃষি অফিস
জয়পুরহাটের আক্কেলপুরে পান চাষের ব্যপকতা না থাকলেও দাম পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া প্রায় দুই যুগ ধরে পান চাষ করছেন উপজেলার কয়শোবলা গ্রামের কৃষক উজ্জল। চাষি উজ্জলের মতো এই উপজেলায় পান চাষ করছেন আরো কয়েকজন কৃষক। তবে পান চাষ সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য নেই উপজেলা কৃষি অফিসে।
আক্কেলপুর উপজেলা কৃষি অফিসে কর্মকর্তাদের পাশাপাশি ৫টি ইউনিয়নে মাঠকর্মী থাকা সত্ত্বেও তারাও কখনো কোনো পান ক্ষেত পরিদর্শনে যাননি । পান চাষি সম্পর্কিত কোনো তথ্যও নেই তাদের কাছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার তিলকপুর ইউনিয়নের কয়াশোবলা গ্রামে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষী উজ্জল। তাকে সহায়তা করছে স্ত্রী ও সন্তান। তিনি ২২ বছরর পূর্বে রাজশাহীর এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে পান চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে চারা এনে নিজ গ্রামে পান চাষ শুরু করেন। প্রাথমিকভাবে ২০ শতাংশ একটি জমিতে চাষ শুরু করলেও তা বাড়িয়ে মোট ৩ টি জমিতে প্রায় দেড় বিঘা জমিতে এখন পান চাষ করছেন। ইতিপূর্বে লাভবান হলেও করোনার পর থেকে কিছুটা লোকসান হচ্ছে। নিজ জ্ঞানেই পান চাষ করছেন তিনি। এখন পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে কেউ আসেনি বা খোঁজও নেয়নি বলে তিনি জানান। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
এদিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলাগণিপুর গ্রামেও তোজাম্মেল হোসেন নামের এক কৃষক গত দুই বছর ধরে ২৬ শতাংশ জমিতে পান চাষ করছেন।
তিনি জানান, বিগত বছরের তুলনায় পানের দাম বেশি পাওয়ায় লাভ হচ্ছে। পানে প্রায়শই পোকা এবং পচন রোগ দেখা দেওয়ায় প্রচুর পান গাছ নষ্ট হচ্ছে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা পেলে রোগ প্রতিরোধ করা সম্ভব। উপজেলা কৃষি অফিসে বিষয়টি জানানোর পরও কোন প্রতিকার পাওয়া যায়নি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পান চাষে আরও ভাল করা সম্ভব হবে।
এছাড়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের কৃষক আনিছুর রহমান ১২ শতাংশ জমিতে দুই বছর ধরে পান চাষ করে আসছেন।
কৃষক আনিছুর রহমান বলেন, প্রথমে ৫০ হাজার টাকা পুঁজি দিয়ে পান চাষ শুরু করি। আমাদের উৎপাদিত পান স্থানীয় বাজরে বিক্রি করি। দাম ভাল পাওয়ায় লাভ হচ্ছে, তবে বিভিন্ন রোগ আক্রান্তের ফলে ফলন ব্যহত হয়। যেহেতু আত্মিয়দের দেখে আগ্রহী হয়ে পান চাষ করছি সেহেতু রোগের বিষয়ে তাদের সাথেই পরামর্শ করে বিভিন্ন কীটনাশক প্রয়োগ এবং প্রয়োজনীয় পরিচর্যা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, আক্কেলপুর উপজেলায় পান চাষের বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। এ কাজে সংশ্লিষ্টদের পান চাষ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে। আমি নতুন দায়িত্ব গ্রহন করেছি, তবে পান চাষ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও উদ্বুদ্ধ প্রদান করা হবে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫