পাংশায় ময়লার ভাগাড়ের আগুনের ধোঁয়ায় মহাসড়ক অন্ধকার, দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার দুই সড়কের পাশে খোলামেলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। ভাগাড়ে জ্বলা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে মহাসড়ক। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। দুটি ভাগাড়ের মধ্যে পাংশা পৌর এলাকার কলেজ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি। অপরটি একই এলাকায় পাংশা শহরে প্রবেশের একমাত্র সড়কের পাশে।
জানা যায়, ২০১৮ সালে প্রথম শ্রেণির পৌরসভায় মর্যাদা পায় পৌরসভাটি। কলেজ মোড়ে মহসড়কের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার জায়গাজুড়ে একটি ভাগাড় করা হয়। কলেজ মোড় থেকে পৌর শহরে প্রবেশের সড়কের পাশ দিয়ে প্রায় ৮০ মিটার জায়গাজুড়ে আরেকটি ভাগার করা হয়। ভাগার দুটির মাঝামাঝিতে গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও ভাগাড়ের আশপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে।
সরেজমিন দেখা যায়, ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানোর জন্য প্রায়ই ভাগাড়ে জ্বালানো হয় আগুন। ভাগাড়ে জ্বলানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকছে সড়ক। ভাগার এলাকায় এসে রুমাল বা হাত দিয়ে মুখ চেপে পার হচ্ছেন পথচারীরা। ভাগাড়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে ময়লা-আবর্জনা। এতে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে। ধোঁয়া চোখে লাগায় কেউ কেউ চোখ বন্ধ করেই পার হচ্ছেন ভাগাড়ের ধোঁয়াযুক্ত এলাকা।
ভাগাড় এলাকার ব্যবসায়ীরা জানান, প্রায়ই আগুন দিয়ে ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানো হয়। একবার আগুন দিলে প্রায় ৫-৭ দিন ধরে আগুন জ্বলে। আগুন থেকে সব সময় ধোঁয়া হয়। সড়কে চলা গাড়িগুলো চোখে পড়ে না। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাছাড়া আমাদেরও অনেক সমস্যা হয়।
মহসড়কের এক যাত্রীবাহী এক বাসচালক বলেন, প্রতিনিয়ত এই সড়কে গাড়ি চালাই। এই রাস্তায় যে গতিতে গাড়ি চলে আর এই এলাকায় যে পরিমাণ ধোঁয়া, বিপরীত পাশের কিছুই দেখা যায় না। যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী জানান, ভাগাড়ের দুর্গন্ধে এই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার ওপর আবার ধোঁয়া। কী যে বিপদের মধ্যে আছি, তা বলে বোঝাবার নয়।
এ বিষয়ে পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল বলেন, ভাগাড়ে ফেলা ময়লা-আবর্জনা থেকে দুর্ঘন্ধ ছড়ায়। দুর্ঘন্ধ কমানোর জন্যই রাতে ভাগাড়ে আগুন দেয়া হয়। একবার আগুন দিলে সহজে নেভানো সম্ভব হয়
এমএসএম / জামান

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম
