ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

কল্যানপুর দরবার শরীফে সন্ত্রাসী টোকেন ও সেলিমের নেতৃত্বে গভীর রাতে পুলিশের পাহারত ঘরে ডাকাতি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-৩-২০২২ রাত ১১:২

দৌলতপুর উপজেলায় সরকারের ওয়াকফ কৃত সম্পদ কল্যানপুর দরবার শরীফে একের পর এক লুটপাট অগ্নিসংযোগ করেও ক্ষান্ত হয়নি টোকেন ও সেলিম (মন্ডল) চৌধুরী এবার শুরু করেছে তার সন্ত্রাসী বাহীনি দিয়ে গভীর ডাকাতি। সোমবার গভীর রাতে দরবার শরীফের মূল ভবনের পাশে পুলিশি পাহারত ঘর থেকে দেশী বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতেরা বিশাল আকৃতির ডিপফ্রিজসহ মুল্যবান সম্পদ লুট করে নিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে ডাকাতির ব্যাপারে পাহারত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়াও গত শুক্রবার ডাকাতির চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে ভেস্তে যায় সে চেষ্টা। এবার আর ব্যার্থ হতে হয়নি ডাকাত দল কে টোকেন ও সেলিম মন্ডলের সন্ত্রাসী বাহীনির ক্যাডার জাকির, রাজা, রেজু, বজু, স্বপন, রাজিব, ফয়সাল, মুল্লুক ডাকাতসহ অজ্ঞাত সন্ত্রাসীরা টোকেন ও সেলিম মন্ডলের (ডাকাত) এর নেতৃত্বে দরবারের মূল ভবন থেকে পুলিশকে জিম্মি করে মুল্যবান সম্পদ লুট করতে সক্ষম হয়। বিভিন্ন সুত্রে জানা যায়, এর আগে দরবারের লুট হওয়া মুল্যবান মালামাল টোকেন ও সেলিম এর প্রধান সর্দ্দার মুলুক ডাকাতের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ এই ডাকাত দলের সদস্যদের নামে মামলা দিলেও টোকেন সেলিম দলীয় প্রভাব খাটিয়ে মামলা থেকে রক্ষা পায়। এবাপারে, কুষ্টিয়া সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের পাহারত অবস্থায় ডিপফ্রিজ এর মতো বিশাল আকৃতির জিনিস লুট করে নিয়ে যায় এটা দুঃখ জনক। তবে অপরাধী যত বড় শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে পুলিশের গাফলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাবীদ হাসান বলেন, জরিতদের ধরতে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। এদিকে গোপন সংবাদে জানা গেছে, লুটের মালামালের ভাগাভাগি নিয়ে জাকির ডাকাত ও মল্লুক ডাকাতের ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অবিলম্বে মুল্লুক ও জাকির ডাকাতকে আটক করলে মুলহোতাদের আটক করা সম্ভব হবে। উল্লেখ্য, দরবার শরীফ দখল করে এর ভুমি দখল করে রিসোর্ট বানাতে মড়িয়া সন্ত্রাসী টোকেন ও সেলিম। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান সেলিম ও দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি কিল্যারখ্যাত সন্ত্রাসী টোকেন । দৌলতপুরে আওয়ামীলীগসহ বিএনপি জাতীয় পার্টি সকল দলের নেতা এই পরিবারের মধ্যে আছে। সাবেক বিদ্রোহী এমপি রেজাউল হক চৌধুরী গ্রুপিং রাজনীতি করে তার ভাইদের দিয়ে দলের পদ পদবী ভাঙিয়ে প্রভাবে বিপুল পরিমান অবৈধ অর্থের মালিক বনে গেছে। অনৈতিকভাবে উপার্জন করা অর্থ দিয়ে এলাকায় রিসোর্ট বানাতে কল্যানপুর চর দিয়া পাক দরবারের শরীফের প্রায় অর্ধশত বিঘা জমির উপর তাদের চোখ পড়ে। যে কারনে টোকেন দরবারে কয়েক দফা নগদ টাকা চাঁদা দাবি করে জাকের ও খাদেম দের উপর হামলা চালিয়ে আবার তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে দৌলতপুর থানায়। আল্লাহরদর্গা বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগ কারী সন্ত্রাসী টোকেন দরবার শরীফ দখল নিয়ে উচ্ছেদ করতে খাদেম রাশেদকে হত্যা করে তার পোশা ক্যাডার বাহীনি লাশ দরবারের পুকুর পাড়ে ফেলে যায়।

আবার নিজেদের অপরাধ ঢাকতে রাজনৈতিক শক্তি ব্যবহার করে সুকৌশলে দরবার শরীফের পীর সাহেবসহ খাদেমদের নামে মিথ্যা মামলা দিয়ে দরবার শরীফ জনশূন্য করে। এরপর থেকে টোকেন ও সেলিম তার সন্ত্রাসী দিয়ে দরবারের কয়েক কোটি টাকার সম্পদ লুটপাট ও অগ্নি সংযোগ করে ক্ষতি করে কয়েক দফায়। কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার ও দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দরবার শরীফের মালামাল রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে দরবার শরীফ পাহারায় পুলিশ মোতায়েন করে রেখেছে এবার সেই পুলিশের পাহারারত ঘর থেকে ডিপফ্রিজসহ মুল্যবান মালামাল লুট করে সন্ত্রাসীরা।  পুলিশের সার্বক্ষনিক উপস্থিতির পরেও টোকেন সেলিম বিভিন্ন ভাবে গভীর রাতে তার সন্ত্রাসীদের দিয়ে ডাকাতি লুটপাট চালিয়ে গেলেও এবারের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচিত সমালোচিত। যে কারনে অনেকে বিষয়টি নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন বলা বলি করছে আমরা সে কথায় কান দেই নাই। জেলা প্রশাসক ও পুলিশের উর্দ্ধতন ব্যক্তিদের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন এই ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষা করতে।

এমএসএম / এমএসএম

সিপিবি রাজশাহী মহানগর সভাপতি কাইয়ুম , সম্পাদক লিটন

কাউনিয়ায় বিএনপি'র হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির বিজয় র‍্যালি

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দ্বীপে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তিতে বিশাল বিজয় র‍্যালি

সাংবাদিকদের মানুষের কণ্ঠস্বর হতে বললেন আমীর খসরু

ধানের শীষে ভোট দিলে নুতন বাংলাদেশ উপহার দিব তারেক রহমান: মীর হেলাল

লাকসামে বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন ও বিজয় র‍্যালি

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল