ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

টিআইবি'র উদ্যোগে গাজীপুরে টিকা ব্যবস্থাপনায় মতবিনিময় সভা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৫:২১
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুরেরে উদ্যোগে  “করোনাভাইরাস সংকট মোকাবেলায় টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ফুলস্টপ লাউন্স ও রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শহীদ উল্যা ও সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম জুয়েল। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড ইনফরমেট্রিক্স এর চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকী, সনাকের গাজীপুর জেলা স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মদ সালমান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারজানা ইসলাম, ব্রাক এর জেলা সমন্বয়কারী আবু জাফর, ওয়ার্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম সমন্বয়ক জসিম উদ্দীন, দৈনিক সকালের সময় এর গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আবিদ হোসেন বুলবুল প্রমুখ। সভায় টিআইবি কতৃক পরিচালিত কমিউনিটি মনিটরিং এর  প্রতিবেদন উপস্থাপন করেন সনাক সদস্য ফজলে নিজামী।   
 
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য ও বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান ভূঁইয়া ও সনাক সদস্য ও সিনিয়র সাংবাদিক মুকুল কুমার মল্লিকসহ স্বাস্থ্য কর্তৃপক্ষ এর প্রতিনিধি/চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও কর্মী, সেবাগ্রহীতা, সুশীল সমাজ, ইনেস প্রতিনিধিবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনগণের স্বাস্থ্য সচেতনতায় ঘাটতি, স্বাস্থ্যবিধি পালনে অনীহা, কোভিড-১৯ মোকাবেলা কার্যক্রমে সুশাসনের ঘাটতি এবং টিকা কার্যক্রমে অনিয়ম দুর্নীতি ও ধীরগতির কারণে বাংলাদেশে এখনও প্রত্যাশিত মাত্রায় সংক্রমণ রোধ করা সম্ভব হয়নি। টিকা প্রদানের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ সেবা প্রদানকারী এবং সেবা গ্রহীতা সরকারের আন্তরিকতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কোভিড-১৯ এর টিকা প্রদান কর্মসূচী সফল ও সার্থক বাস্তবায়ন সম্ভব।
 
সভায় টিআইবি আশা প্রকাশ করেন যে, স্থানীয় পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অভিগম্যতা নিশ্চিতকরণে এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনগণ এ বিষয়ে ভূমিকা পালনে উদ্যোগী হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা