দীর্ঘদিনের স্বপ্ন ফ্লাইওভার পাচ্ছে গাজীপুরবাসী : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

ফ্লাইওভারের স্বপ্ন দীর্ঘদিন পর পূরণ হতে যাচ্ছে গাজীপুরবাসীর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্টে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে গাজীপুরের রাজবাড়ী মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আটটি থানায় আটটি ট্রাক ও বাস ষ্ট্যান্ড নির্মাণ করা হবে। গাজীপুরে থমকে যাওয়া কাজ গুলি সচল রাখার জন্য তিনি সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের গাজীপুর শাখার সহ-সভাপতি শামসুন্নাহার ভূইয়া এমপি।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউল্ল্যাহ মন্ডল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, প্যানেল মেয়র (মহিলা) এ্যাড. আয়েশা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস ও তার সঙ্গীরা নেচে, গেয়ে নগরবাসীকে আনন্দে মাতিয়ে যায়। গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত পূর্ব নির্ধারিত এ স্বাধীনতা কনসার্টে অংশ নেন তারা। এছাড়া একই মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ও আশিক।
অনুষ্ঠানের শুরু বিকেলে হলেও দুপুরের পর দলে দলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসতে থাকেন রাজবাড়ী মাঠে। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১০২ টি আতশবাজি ফোটানো। দর্শকদের মুহুর্মুহু করতালি, মোবাইল ফোনে ধারণ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনির ২৫০ জন সদস্যের পাশাপাশি স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলেন।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
