ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য

সেই অর্ধকোটি টাকার গাছ কেটে সাবাড়


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ২:২৪
চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের আজিজনগর বিটের কলাতলী সংরক্ষিত এলাকায় কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই প্রায় অর্ধকোটি টাকার ৬৩ হেক্টর বাগান বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক সকালের সময়। উক্ত সংবাদ প্রকাশের ভিত্তিতে গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা আব্দুর রউফ, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ ও বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলামকে ম্যানেজ করে ওই বাগান কেটে সাবাড় করে ফেলার অভিযোগ করেছেন স্থানীয়রা। 
 
যদিও ২০১০ সালের সংশোধিত আইনে বলা হয়েছে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে বন বিভাগের ভূমিতে সামাজিক বনায়নের ক্ষেত্রে বন অধিদপ্তর ২৫ ভাগ লভ্যাংশ পাবে, যা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে সরকারি কোষাগারে।  অথচ এই আইনের কোনো তোয়াক্কা না কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বাগান বিক্রির সব টাকা নিজের পকেটে নিয়েছেন আজিজনগর বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা। 
 
সরজমিন দেখা যায়, আজিজনগর বিটের এক কিলোমিটার পশ্চিমে সংরক্ষিত এলাকার ৬৩ হেক্টর আকাশমণি বাগান কেটে ফেলে রাখা হয়েছে। সারি সারি গাছগুলো সেখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। গাছ কাটা ও পাচারে নেতৃত্ব দিচ্ছেন ডজনখানেক বন মামলার আসামি তোফায়েল, রোকন, আমিন ও মহিউদ্দিন। আর এসব দেখেও না দেখার ভান ধরে বসে আছেন বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা।
 
সামাজিক, পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন ‘সবুজ বাংলাদেশ’-এর লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান বলেন, সংরক্ষিত এলাকার ৬৩ হেক্টর বাগান সাবাড় করা সত্যিই দুঃখজনক। চুনকি বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্মকর্তাদের কারণে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।
 
তিনি আরো বলেন, নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি হওয়া চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের সাবেক রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলমের পথেই হাঁটছেন বর্তমান রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তারা। যেন তার রেখে যাওয়া কাজ সম্পন্ন করার মিশনে নেমেছেন বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা। সম্প্রতি নিষেধাজ্ঞা থাকা বাগান পুনরায় কেটে সাবাড় করে বন ধ্বংসের লীলায় মেতেছেন এই কর্মকর্তারা।
 
এ বিষয়ে জানতে চাইলে চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের আজিজনগর বিট কর্মকর্তা আব্দুর রউফ কোনো বক্তব্য করতে রাজি হননি। 
 
এ বিষয়ে জানতে চাইলে চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ জানান, জবরদখলমুক্ত করার লক্ষ্যে ও বণ্যপ্রাণীর খাবারের গাছ লাগানোর জন্য আকাশমণি গাছ কাটা হচ্ছে। কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কিভাবে এতগুলো গাছ কাটা হচ্ছে- জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তিনি। 
 
সংরক্ষিত বনাঞ্চল থেকে টেন্ডার প্রক্রিয়া ছাড়ায় কিভাবে ৬৩ হেক্টর বাগান কেটে সাবাড় করা হলো- জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি গাছ কেটে সাবাড় করার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত