সুনামগঞ্জ মরহুম জয়নাল আবেদীন ও অভি স্মরণে ফুটবল টুনামেন্ট উদ্বোধন
‘যুব সমাজকে রক্ষা কর মাধদমুক্ত মাদক মুক্ত সমাজ গড়’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ মাঠে হাছন নগর একাদশ ক্লাবের আয়োজনে মরহুম জয়নাল আবেদীন ও অভি স্মরণে হাছন নগর ফুটবল টুর্নামেন্ট-২০২১-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৪টায় স্থানীয় গণ্যমান্য ও গুনীজনদের নিয়ে এই ফুটবল খেলার উদ্বোধন করা হয়।
খেলায় ২০টিরও বেশি টিম অংশগ্রহন করবে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি উপহার দেয়া হবে। প্রতিদিন বিকেলে ২টি টিমের খেলা অনুষ্ঠিত হবে। এই ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালিত করার জন্য ৪০ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।
দীর্ঘ তিন বছর পর সরকারি কলেজ মাঠে ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এ খেলার আয়োজন করা হয় এবং একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে এবং যুব সমাজকে মাদকের কালো ছায়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এরই লক্ষ্যে মানুষকে আনন্দ দিতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- খেলা কমিটির উপদেষ্টা মো. এরশাদ আলী, আ ত ম মিসবাহ, মো. জহির আলী, মো. ধন মিয়া, মো. রেজা মিয়া, মো. শাহিন চৌধুরী, আনসারুল হক বাবু, মো. ওয়াহিদ আলী, মো. শাহেদ আলী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন, আফাজ আলী, মজনু মিয়া, মুছব্বির আলী, শহিদুল কবির চৌধুরী সোহাগ, মুবিন মিয়া, নুরুল ইসলাম, জুনাব আলী, মো. শফিকুল ইসলাম, আক্তারুজ্জামান সেলিম, মুন্না মিয়া, রুবিন মিয়া, সাবাজ মিয়া, মো. সৈকত আলী, আবু সালেহ, সুজন মিয়া, কে এম শহীদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান