লৌহজংয়ে সড়কে গাড়ি পার্কিং, জনগণের ভোগান্তি

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া-মুক্তারপুর প্রধান সড়কে যত্রতত্র যাত্রীবাহী বাস পার্কিং করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ।
বুধবার (৬ এপ্রিল) সরেজমিন উপজেলার ঘোলতলী এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়কজুড়ে গাংচিল গাড়ি পার্কিং করে সড়কটি দখল করে রেখেছে। সারিবদ্ধভাবে দীর্ঘ লাইন করে রাস্তার ওপর রাখা হচ্ছে বাস। রাস্তার পাশে এসব বাস পার্কিং করে রাখার কারণে সরু হয়ে গেছে ঘোলতলী এলাকার মাওয়া-লৌহজং-টঙ্গিবাড়ীর প্রধান সড়ক। চলতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন দূরের এলাকার গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকসা।
মুন্সীগঞ্জের চার উপজেলাসহ লাখো মানুষ প্রতিদিন চলাচল করেন এই সড়ক দিয়ে। সড়কে বাস পার্কিং রাখায় সরু রাস্তা দিয়ে যানবাহন চলাচলের কারণে প্রতিদিন যানজট লেগে থাকছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন ওই পথে যাতায়াতকারীরা।
স্থানীয়রা জানান, ব্যস্ততম সড়কটি দিয়ে বাস, ট্রাক, মাহিন্দ্র, সিএনজি অটোরিকসা, লেগুনা, নসিমনসহ বিভিন্ন যানবাহন সরু রাস্তায় চলাচলের কারণে এলাকায় বিশৃঙ্খলাসহ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তি বাড়ছে। এখানে বাস টার্মিনাল না থাকায় প্রধান সড়ক দখল করে রাখে এসব বাস। মালিক-শ্রমিকরা ট্রিপ শেষে যাত্রী নামিয়ে গাড়ি রাস্তার ওপর পার্ক করে রাখেন।
স্থানীয় বাসিন্দা ইয়ামিন শেখ জানান, গাংচিল গাড়িগুলো পার্কিং করে রাস্তা দখল করে রেখেছে। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা গিয়ে অফিস করতে হয় কিন্তু যানজটের কারণে ঘণ্টাব্যাপী এই পথে আটকে থাকতে হয়।
চালক-শ্রমিকরা বলেন, ঘোলতলী ব্রিজটি ভেঙে পড়ায় আমরা গাড়ি স্ট্যান্ডে নিতে পারছি না। ফলে রাস্তার ওপর গাড়ি রাখতে হচ্ছে। ব্রিজের কাজ শেষ হলে আমরা গাড়িগুলো স্ট্যান্ডে নিয়ে রাখব।
যাত্রীরা জানান, গোটা এলাকা এখন গাংচিল বাসের পার্কিং স্পেস হয়ে গেছে। অথচ সেদিকে কারো কোনো নজর নেই। এ নিয়ে ট্রাফিক পুলিশ বা স্থানীয় পুলিশেরও কোনো নজরদারি নেই। এভাবে গাড়ি পার্কিং করায় রাস্তা সরু হচ্ছে। এতে দুই পাশ থেকে গাড়ি এলে যানজট লেগে যায়। রাস্তার পাশঘেঁষে গাড়ি যেতে হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এই পথে চলাচলকারী যাত্রী ডা. মো. আলমগীর সরদার জানান, ঢাকা থেকে মাওয়া হয়ে এই পথে লৌহজং ও টঙ্গিবাড়ী চেম্বারে রোগী দেখতে যাওয়া-আসা করতে হয়। রাস্তায় গাড়ি পার্কিং করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে আমি সময়মতো চেম্বারে উপস্থিত থাকতে পারি না। রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ হলে যানজট কমবে এবং এই পথে চলাচলকারীদের ভোগান্তি লাঘব হবে।
এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, ঘোলতলী ব্রিজটি ভেঙে পড়ায় তারা তাদের গন্তব্যে বালিগাঁও স্ট্যান্ডে যেতে পারছে না। তবে তাদের প্রাথমিকভাবে রাস্তার ওপর গাড়ি পার্কিং করতে নিষেধ করা হয়েছে। তারা বলেছে সরিয়ে নেবে। যদি এরপরও এভাবে রাস্তায় গাড়ি পার্কিং করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিচ্ছি, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তা ব্লক করে পথচারীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে এটা হতে পারে না।
ঢাকা উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান বলেন, সেতুর কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গাড়ি চলাচলের চেষ্টা চলছে।
এমএসএম / জামান

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
