ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সিলেটে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠত


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ২:৫

মো: ইউসুফুর রহমান জৈন্তাপুর সিলেট থেকে:

সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় সিলেট নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়ক-ও বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সিলেট জেলার সভাপতি মো. আবুল কালাম।  অনুষ্ঠান পরিচালনা করেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরামের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক তাঁর রুহের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। ১৯৯৫ সালে সচিবালয়ে উচ্চমান সহকারী, প্রধান সহকারী, শাখা সহকারী ও বাজেট পরীক্ষকদের পদবী প্রশাসনিক কর্মকর্তা এবং সাঁটলিপিকারদের পদবী ব্যক্তিগত কর্মকর্তা করে সচিবালয় ও সচিবালয়ের বাইরে কর্মচারীদের মধ্যে পদবী ও বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকা অবস্থায় সকল দপ্তর, অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন না করে শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদবী পরিবর্তন করার বিষয়টি বৈষম্য নিরসন না করে পুনরায় বৈষম্যর কঠিন বেড়াজাল তৈরি করা হয়েছে, যা কোনোভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাশিত নয়। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলায় কর্মচারীদের মধ্যে পুনরায় বৈষম্যের বেড়াজাল সৃষ্টি করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সকল দপ্তর-অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবী বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান । 

প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীদের প্রতিনিধিদের বক্তব্যে কর্মচারীদের মনের পৃঞ্জিভূত অসন্তোষ ও বিরাজিত ক্ষোভ নিরসনের জন্য মহার্ঘ ভাতা ৫০ % প্রদানসহ বৈষম্যমুক্ত ৯ ম পে – স্কেল ঘোষনা , সচিবালয়ের মত সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান । 

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারী কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা ইউনিট ও নির্বাহী পরিষদের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, মো. ওয়ারেছ আলী, মো. লুৎফর রহমান, মো. আনোয়ারুল ইসলাম তোতো, মো. খায়ের আহমেদ মজুমদার, মো. মাহমুদুল হাসান, টি এম জাকির হোসেন, মো. মোফাজ্জল হোসেন, মো.  আব্দুর রাজ্জাক, মো. সৈয়দ মুক্তাকিম আলী, মো. রেহান, প্রমথেশ দত্ত, মোহাম্মদ আলী, মো. শহীদুজ্জামান, বিপ্লব পুরকায়স্থ, কেফায়েত হোসাইন সোহাগ, মো. ময়জুল হক, মো. আসাদুজ্জামান জুয়েল, মো. আবুল বাসার শিবলী, কল্যাণব্রত বিশ্বাস, মো. জিয়াউর রহমান, মাহবুবুর রহমান শিবলু, শাহ আলম সুরুফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ১১-২০ গ্রেডে সম্মিলিত অধিকার আদায় ফোরামসহ অন্যান্য নেতৃবৃন্দ । 

সমাবেশে  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি , বাংলাদেশ সরকারী কর্মচারী উন্নয়ন পরিষদ,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ,  বাংলাদেশ তৃতীয় শ্রেনী সরকারী কর্মচারী সমিতি ,  বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ,  বাংলাদেশ সরকারী কর্মচারী সংহতি পরিষদ , বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা – কর্মচারী কল্যাণ পরিষদ , বাংলাদেশ পোষ্টম্যান ডাক কর্মচারী ইউনিয়ন ,  বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি , ১০ , ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজিবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম , বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রজতন্ত্রের সকল স্তরের কর্মচারীগণ । 

৭ দফা দাবি হলো- পে কমিশন গঠন পূর্বক ৯ ম পে স্কেল বাস্তবায়ন, পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা,  সচিবালয়ের ন্যায় সকল দপ্তর , অধিদপ্তরের পদনাম পরিবর্তনসহ ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণ। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূণর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনঃবহল, বিদ্যমান গ্রাচুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগবিধি-২০১৮ এর ভিত্তিতে ১০ম থেকে উন্নীতকরণ। আউট সোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনঃনির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

জামান / জামান

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার: দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

ধামরাইয়ে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবারের আহ্বায়ক কমিটি গঠন

আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ

শিবচরের পদ্মা নদীতে অভিযান, ইলিশ শিকারের দায়ে ২৪ জেলে আটক

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক

লোকগানের নিভৃত চর্চার আতুর ঘর মায়ের তরী

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে ধান ক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ

তানোরে প্রথম মাচায় তরমুজ চাষে খাইরুল জাকিরের সাফল্য

আর্টিস্টস গ্রুপের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত