দৌলতপুরে ১৮ মামলার আসামি ‘কালামের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকার ১৮ মামলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও লালচাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কালাম মালিথা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন প্রশাসনের চোখে ধুলা দিয়ে আত্মগোপনে থাকলেও সরকার দলের সাথে মিশে থাকা কয়েকজন সুবিধাবাদী বিএনপি নেতার ছত্রছায়ায় আবারো এলাকায় আধিপত্য বিস্তারে মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী কালাম ও তার সহযোগীরা।
মূলত ইউপি নির্বাচনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হিসেবে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে জনগণের মধ্যে উত্তেজনা তৈরি করে। পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে ফিরে এসে এলাকায় আবারো বেপরোয়া হয়ে ওঠে কালাম। সে এলাকার সামছুল মালিথার ছেলে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় দিন দিন আরো বেপরোয়া হয়ে সন্ত্রাসী কালাম প্রকাশ্যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ও ভুক্তভোগী পরিবার।
অনুসন্ধানে জানা যায়, কালামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, অপহরণ, ধর্ষণ মামলাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন।
অনুসন্ধানে বেরিয়ে আসে, লালচাঁদ বাহিনীর সকল সদস্য এখন কালামের বাহিনীর সদস্য। দৌলতপুর এলাকায় তার নিয়ন্ত্রণে রয়েছে একাধিক ডাকাতি, মাদক ও চোরাকারবারি গ্রুপ। সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কালামের নেতৃত্বে এই অস্ত্রধারী বাহিনী। কালামের নামে ১৮ মামলা থাকলেও সঠিক সাক্ষীর অভাবে বেশিরভাগ মামলা থেকে খালাস পেতে যাচ্ছে এই অপরাধী।
এদিকে, মামলায় সঠিক বিচার না পেয়ে ভুক্তভোগী পরিবার সন্ত্রাসী কালামের আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন মামলার বাদী। লালচাঁদ বাহিনীর হাতে আর কত নিরীহ পরিবার জীবন দেবে এবং তার সম্ভ্রম হারাবে- এমন প্রশ্ন প্রশাসনের কাছে দৌলতপুরবাসীর।
অবিলম্বে সন্ত্রাসী কালামের দৌরাত্ম্য ঠেকাতে তাকে গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও দৌলতপুরের সচেতন মহল।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
