জমি জরিপ যেন গলার কাঁটা!

জমি জরিপ মানেই সাধারণ মানু্ষের নিকট আতঙ্কের নাম। কারণ জমির নকশা তৈরি, দাগ প্রদান কিংবা জমির মাঠ পর্চা প্রদানে পদে পদে অর্থ লেনদেনের বিস্তর অভিযোগ বেশ পুরনো। পঞ্চগড়ের দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিস ও জমি জরিপে নিয়োজিত কর্মচারীদের অনৈতিক দাবিতে বেকায়দায় সাধারণ মানুষ।
২০২১ সালের জানুয়ারি মাসে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ মৌজার জমি জরিপের কার্যক্রম শুরু হয়। মাঝে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েক মাস জরিপ কার্যক্রম স্থগিত ছিল। প্রথম ধাপে জমির নকশা প্রস্তুতে দায়িত্বরত আমিনদের গাফিলতির কারণে অনেক মানুষের জমি কমিয়ে উল্লেখ করা হয়েছে আবার অনেকে প্রভাব খাটিয়ে জমির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন। এতে গুটিকয়েক ব্যক্তি লাভবান হলেও হয়রানি আর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
সেটেলমেন্ট অফিস সূত্র জানায়, গত জানুয়ারী মাসে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় জমির প্লট অনুযায়ী জমির মালিককে দাগ উল্লেখ করে রশিদ দেওয়া শুরু হয়। সে সময় নকশা অনুযায়ী রশিদ দেওয়ার সময় জমির মালিকের কাছে জমির পরিমাণ অনুযায়ী জরিপ কর্মচারীরা অর্থ আদায় করেন।
এই বছর মার্চ মাস থেকে পুনরায় জমির মাঠ পর্চা বা খতিয়ান দেওয়া শুরু হয়। পৌরসভা এলাকায় ২৯ টি নকশার মাঠ পর্চা দেওয়া হচ্ছে। এর আগে নকশা অংকনের সময় জরিপ কর্মচারীরা অনেক জায়গায় ভুল করেন। যার মাশুল দিতে হচ্ছে ভুক্তভোগীদের। মাঠ পর্চা নেওয়ার সময় অনেক জমির মালিক দেখেন দলিল অনুযায়ী তাদের জমির পরিমাণ না দেখিয়ে বরং কমিয়ে দিয়েছেন জরিপ কর্মচারীরা।
কুমড়ার চর এলাকার মতিন নামে এক ব্যক্তি জানান , ৭ শতাংশ পৈতৃক জমি ভোগ দখলে থাকলেও মাঠ পর্চা নেওয়ার সময় দেখি জমির পরিমাণ ৫ শতাংশ উল্লেখ করা আছে। একই অভিযোগ করেন নতুন বন্দর এলাকার রায়হান ইসলাম। নিজের ১২ শতাংশ কেনা জমির পর্চায় জমির পরিমাণ দেখানো হয়েছে ৮ শতাংশ। কলেকজপাড়া এলাকার সাইদুর হাসান বলেন, আমার ৯ শতাংশ জমিতে কোন সমস্যা না থাকলেও পর্চা নেওয়ার সময় ৩ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিবাদ করলেও প্রতিকার মিলছে না। সাইদুর রহমান কিংবা রায়হান ইসলাম একা নন। তাদের মতো অনেককে পর্চা নিতে এভাবে অর্থ দিতে হয়েছে জরিপ কর্মচারীদের। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী দাগ এবং পর্চা বিনামূল্যে প্রদানের নির্দেশনা রয়েছে।
একই অভিযোগ সবুজপাড়া, থানাপাড়া, মধ্যপাড়া, বাবুপাড়া, কাচারিপাড়া এলাকার অনেক ভুক্তভোগীর। ফলে নিজের জমি বাচাতে এবং মাঠ পর্চা সংশোধনে ভুক্তভোগীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
অভিযোগ উঠেছে নিষ্কণ্টক জমির মালিকের কাছেও অর্থ আদায় করছেন জরিপ কর্মচারীগণ। সর্বনিম্ম পাঁচশত থেকে জমির পরিমাণ অনুযায়ী মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। অভিযোগ রয়েছে সাধারণ মানুষের এই অর্থ পৌঁছে যায় উপজেলা সেটেলমেন্ট অফিসের সেটেলমেন্ট অফিসার, পেশকারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। ফলে সবাই সবটা জানলেও অনিয়ম বন্ধে নেই কোন পদক্ষেপ। ধারণা করা হচ্ছে নকশা তৈরি থেকে শুরু করে পর্চা বিতরণ পর্যন্ত পৌরসভা থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট জরিপ কর্মচারী ও অফিসের লোকজন।
জমি জরিপে এই অনিয়মের পেছনে উপজেলা অফিসে কর্তব্যরত পেশকার আব্দুল হামিদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ। মাঝে এক বছরের জন্য বদলী হয়ে ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৩ বছর একই অফিসে কর্তব্যরত আছেন আলোচিত এই পেশকার। সহকারী সেটেলমেন্ট অফিসার ও পেশকারের মৌন সম্মতিতে অফিস জুড়ে একাধিক মধ্যস্থতাকারী সক্রিয় আছে। সাধারণ মানুষ জমি সংক্রান্ত কোন সমস্যার জন্য গেলে মধ্যস্থতাকারীদের শরণাপন্ন হতে হয়।
অভিযোগের বিষয়ে পেশকার আব্দুল হামিদ বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। আর একই অফিসে দীর্ঘদিন থাকার বিষয়ে তিনি বলেন, জনবল সংকটের কারণে বর্তমানে পার্শ্ববর্তী বোদা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি।
দেবীগঞ্জ উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান প্রথমে বক্তব্য দিতে রাজি না হলেও পরে বলেন, নাগরিকদের কাছ থেকে অনিয়মের অভিযোগ আসলে তা সমাধানে আমরা পদক্ষেপ আগেও নিয়েছি সামনেও নিব। একই কর্মস্থলে দীর্ঘদিন থেকে একই ব্যক্তিকে পেশকারের দায়িত্বে রাখার বিষয়ে তিনি বলেন, বদলীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন। সেখানে আমার কিছু করার নেই। তবে সাধারণত তিন বছর হলে বদলীর নির্দেশনা আছে। অস্থায়ী কর্মচারীদের দিয়ে অফিসিয়াল কাজ কেন করানো হয় প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অফিসে ১৯ টি পদের বিপরীতে মাত্র চারজন কর্মরত আছেন। তাই এছাড়া উপায় নেই।
দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আযম বলেন, দিনাজপুর থেকে সুষ্ঠু নজরদারি কঠিন তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

রায়গঞ্জে ‘গ্রীণ ফেয়ারের’ উদ্যোগে গাছের চারা রোপণ

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, মামলা আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষ

মানবতার সেতুবন্ধন: বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথের উদ্যোগে সম্প্রীতির উৎসব

অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

অভয়নগরে একই সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা- আহত ৩

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবেঃ নাসিমুল গনি

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার গোলাম নবী

গাজীপুরে মুখে ঘামছা বেধে শিশু ধর্ষণ, পূজামন্ডপের সহসভাপতি গ্রেফতার

দেশ ও জাতিকে রক্ষা করতে বিএনপির ঐক্যবদ্ধের বিকল্প নাই:বিচারপতি আবদুস সালাম মামুন

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

ভূরুঙ্গামারীতে বিএনপি শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন
Link Copied