সীতাকুণ্ডের সমুদ্র তীরে বন বিভাগ-ইউনিটেক্সের সীমানা বিরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সমুদ্র উপকূলের জায়গার মালিকানা নিয়ে বন বিভাগ ও ইউনিটেক্স গ্রুপের মধ্যে বিরোধের খবর পাওয়া গেছে। উভয়পক্ষই জমির মালিকানা দাবি করায় এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সমুদ্র উপকূলের ৩০ একর জমি দখল হওয়ার অভিযোগ পেয়ে সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বন বিভাগের লোকজন নিয়ে পরিদর্শনে যান চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম। এ সময় বিস্তৃত এলাকাজুড়ে উপকূলীয় কেওড়া বন ধ্বংস, মাটি কেটে গভীর খাদের সৃষ্টি ও ইউনিটেক্স গ্রুপ কর্তৃক অবৈধভাবে বনের জায়গা দখল করে অর্ধশত সীমানা খুঁটি স্থাপন করা হয়েছে দেখতে পেয়ে খুঁটিগুলো অপসারণের নির্দেশনা দেন তিনি। পরে বন বিভাগের পরিদর্শন ও খুঁটি অপসারণের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল অ্যান্ড এস্টেট) ফারহান আহমেদ।
এ সময় তিনি (ফারহান আহমেদ) সীমানা খুঁটি অপসারণে বাধা দেন এবং জায়গাগুলো তাদের ক্রয় করা বলে দাবি করেন। একই সাথে ফারহান আহমেদের কথার সুর ধরে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বন কর্মকর্তাদের উপকূলীয় জায়গাগুলো তাদের মৌরসী সম্পত্তি বলে দাবি করেন। বলেন, আমরাই এগুলো ইউনিটেক্স গ্রুপের কাছে বিক্রি করেছি। এ সময় ইউনিটেক্স গ্রুপের ফারহান আহমেদ, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী ও সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন, বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা আব্দুস ছালাম সর্দারের মাঝে বেশ কিছুক্ষণ বাক্যবিনিময় হয়।
পরে ইউনিটেক্স গ্রুপের পরিচালক ফারহান আহমেদ স্বপ্রণোদিত হয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে বন কর্মকর্তাদের আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে সীতাকুণ্ড ভূমি অফিসে আসতে অনুরোধ করেন এসিল্যান্ড।
এ বিষয়ে বন বিভাগের বাঁশবাড়িয়া বিটের কর্মকর্তা আব্দুস ছালাম সর্দার বলেন, ইউনিটেক্স গ্রুপ অনেক জায়গা দখলে নিয়েছে। আমরা বেশকিছু খুঁটি উচ্ছেদ করি। পরে তারা আবারো তা স্থাপন করে। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা আমাদের কাগজপত্র নিয়ে হাজির হব। সেখানে দেখা যাবে জায়গা কার কতটুকু।
উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমরা বনের জায়গা দখল হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করি। পরিদর্শনে সহকারী বন সংরক্ষক উপস্থিত ছিলেন। ইউনিটেক্স গ্রুপ তাদের ক্রয় করা বলে দাবি করছে। আগামীকালের বৈঠকে সে বিষয়ে জানা যাবে।
চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম বলেন, বাড়বকুণ্ড সমুদ্র উপকূল এলাকায় বালু উত্তোলন, মাটি কেটে উপকূলে গভীর খাদের সৃষ্টি, কেওড়া বন ধ্বংস ও অবৈধ দখল দেখতে পাই। এখানে বন বিভাগ কাউকে লিজ দেয়নি। তাদের সাথে আগামীকাল (বৃহস্পতিবার) বৈঠক হলে সেখানে জানা যাবে জায়গাগুলোর প্রকৃত মালিক কে।
এমএসএম / জামান
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২
কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০
Link Copied