ভোগান্তির আরেক নাম নলকা সেতু কবে শেষ হবে নলকা সেতুর কাজ
উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ ঢাকা-বগুড়া মহাসড়ক যেটিকে ঘিরে প্রতিনিয়ত চলাচল করে ২২টি জেলার কয়েক হাজার পরিবহন।যানজটমুক্ত ঈদ যাত্রায় নির্বিঘ্নে ঘর মুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরবে এমটা আশ্বাস দিচ্ছেন প্রতিনিয়ত হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
দফায় দফায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সাথে বেশ কয়েক বার যানজট নিরেসনের জন্য নলকা সেতু নিয়ে বেশ কয়েক দফা বৈঠকও হয় ঠিকাদারী প্রতিষ্ঠান সাসেক ২ প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ।ঠিকাদারী প্রতিষ্ঠান সাসেক ২ প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই নলকা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে। নলকা সেতু নির্মান শেষ হলে মহাসড়কে যানজট সৃষ্টি হবে না। এবারের ঈদুল ফিতরে ঘর মুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে আশ্বাস দেন সাসেক ২ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেড ।
পরিবহন চালকরা বলছেন নলকা সেতুর কাজ শেষ না হওয়ার কারনে প্রতিনিয়ত আমরা যানজটের শিকার হচ্ছি কবে শেষ হবে নলকা সেতু কাজ? কবেইবা শেষ হবে আমাদের ও যাত্রীদের ভোগান্তি। ফোরলেনের ও নলকা সেতুর কাজ চলতে থাকায় রাস্তায় অনেক খানাখন্দ সৃষ্টি হয়েছে খানাখন্দ সৃষ্টি হওয়ার কারন ও ধুলাবালির কারন দুটি নিয়ে মাখামাখি এমন অবস্থায় প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে আমাদের যানজটের ।
পরিবহনে থাকা যাত্রীরা বলছেন আমাদের কর্মস্থান ঢাকা থেকে বাড়ি ফিরতে যানজটে থাকতে হচ্ছে ১০ থেকে কমপক্ষে ১২ ঘন্টা কবে শেষ হবে যানযট? কবে শেষ হবে আমাদের ভোগান্তি? কবেইবা মিলবে আমাদের শান্তি? এমন প্রশ্ন পরিবহনে থাকা যাত্রীদের।
নলকা সেতুর কাজ শেষ না হলে ঈদে যানযট আরও বাড়বে বলেও যানান পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীরা। অপর দিকে সাসেক ২ প্রকল্পের উর্দ্ধতন কর্তৃপক্ষ বলছেন অতি দ্রুত ঈদুল ফিতরের ঈদের আগেই খুলে দেয়া হবে নলকা সেতুর নতুন ব্রীজের মুখ এতে করে যানযট ও যাত্রী ভোগান্তি দুটোই কমবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান যানযট নিরসনের জন্য নলকা নতুন সেতুটির মূখ খুলে দেয়ার জন্য এসপি শাহাবুদ্দীন মুনশী স্যার ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন এই মর্মে সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পী, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ-বিভাগীয় পরিচালক জাহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান হেগো মীর আকতার লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এখলাস উদ্দিন, এর সাথে কয়েক দফা বৈঠক শেষে তিনি মহাসড়কে যানজটের কারন গুলো চিহ্নিত করে সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের নির্দেশ প্রদান করেন।
এমএসএম / এমএসএম