ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের দর্জি শ্রমিক ও মালিকরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:২১

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের দর্জি শ্রমিক ও মালিকরা।চলছে রমজান। ঈদ আর  বৈশাখ কড়া নাড়ছে দরজায়। তাই দর্জিপাড়া আর নতুন কেনা পোশাক ফিটিং এবং তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের দর্জি ও কারিগররা। এই দুই উৎসবের সাজ ও পোষাকের জন্য এখন দিন-রাতের ব্যস্ততা সিরাজগঞ্জের রায়গঞ্জের দর্জি দোকানে।

উপজেলা ঘুরে দেখা গেছে, গ্রাহকের রুচি আর পছন্দের সাথে তাল মেলাতে ব্যস্ত পোষাক কারিগররা। সময় আর আধুনিকতা এসবের সাথে তাল মিলিয়েই নিত্য নতুন পোষাক তৈরিতেই এখন তাদের মনোযোগ। কখনও সালোয়ার কামিজ বা কখনো পাঞ্জাবি তৈরিতে মেশিনে অবিরত চলছে খরখর শব্দ। দর্জিপাড়ার কর্মব্যস্ত নারী-পুরুষ কর্মীরা। জমছে নতুন নতুন পোশাকের সারি। গেল দুই বছর করোনার ক্ষতি পুষিয়ে নিতে আর গ্রাহকের হাতে সময়মত প্রিয় পোশাক তুলে দিতে ব্যস্ত দর্জি-কারিগররা।

রোজার প্রথমদিকে কাপড় তৈরির অর্ডার নেওয়া শেষ করা হয় এবং ২৫ রমজান পর্যন্ত কাজ করা হয় বলে জানিয়েছে দর্জি  মালিকরা।তালুকদার মাকের্টের মুক্তার  টেইলার্সের কারিগর  জানান, গত দুই বছর করোনার কারণে ঈদে মার্কেট এতো জমজমাট ছিলো না। তাই আমাদের ব্যস্ততাও ছিলো না। আর আমাদের আয়ের একটা বড় অংশ পাই ঈদকে ঘিরে পোষাক তৈরি করে। কিছুদিন পর ঈদ। দুইবছর পর ঈদে এবার মানুষ অনেক কাপড় তৈরি করতে দিচ্ছে। আশা করছি এবার ঈদ আমাদের ভালোই কাটবে।
 
উপজেলার দুলাল মাহাতো, নিরেন মাহাতো, পলাশসহ অনেকেই  বলেন, হাতে প্রচুর কাজ গত দুইবছর লকডাউনের পরে এখন নিত্য নতুন ডিজাইন এসেছে।  প্রতিদিন ১০ থেকে ১২টি কাপড় সেলাই করছি। দিনে স্বভাবিক সময়ের তুলনায় বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে। প্রতিদিন ৩০০ থেকে ৮০০ টাকা মজুরি পাচ্ছি। আশা করছি গত বছরের চেয়ে এবার আমরা পরিবার নিয়ে ঈদ ভালোই কাটাবো।

ঈদ উৎসবকে ঘিরে শুধু যে নামি-মমি টেইলার্স হাইজ গুলোই যে ব্যস্ত সময় পার করছে তা নয়। ঈদকে সামনে রেখে পাড়া মহল্লার ছোট ছোট দর্জি দোকান গুলোতে এখন চলছে রাত দিনের ব্যস্ততা।

গ্রামেও বিভিন্ন দর্জি দোকান ঘুরে দেখা গেছে একই চিত্র। প্রতিটি দোকানে সেলাই কাজে ব্যস্ত সময় পার করছে দর্জিরা। প্রত্যেক দর্জি দিন রাতে সমান তালে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিদিন তৈরি করছেন অর্ডার করা পোশাক।

উপজেলার পাইকড়া ও পশ্চিম লক্ষিকোলা বাজারের মিডিয়া টেইলার্স এর মালিক আইয়ুব আলী বলেন, গত দু বছর করোনাভাইরাসের কারণে পোশাক কারিগরেরা ব্যাপক সংকটে ছিল।আমি নিজেই অর্ডার নেই এবং নিজেই কাপড় তৈরি করি। এখন প্রত্যেক দিনই অর্ডার পাচ্ছি। বেশি তৈরি করছি মেয়েদের সালোয়ার কুর্তি আর ছেলেদের কাবলি। ঈদের আগে ভীড় বেশি হয় তাই অতিরিক্ত কারিগর নিয়োগ দেই। তবে এবার অর্ডার এতো বেশি যা ভাবতেও পারিনি। গত বছরের তুলনায় এবারকাজ বেশি থাকায় এবারের ঈদটা আশা করি পরিবার নিয়ে ভালো কাটবে।

এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত