তৃণমুল থেকে উঠে আসা ছাত্রলীগের প্রাণ বাহারুল এখন চেয়ারম্যান
২০১০ থেকে ২০১৫ সাল। টানা ৫ বছর কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এস এম বাহারুল ইসলাম । এই ৫ বছর সময়টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির ক্রান্তিকাল। বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃসময়ের ৫ বছর এবং ওয়ান ইলেভেনের রাজনীতির দুর্যোগকালীন দুই বছরসহ ছয় বছর হচ্ছে আওয়ামী রাজনীতির জন্যে ক্রান্তিকাল তথা সঙ্কটময় সময়। এই দুঃসময়ে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন বাহারুল ইসলাম। তার বলিষ্ঠ নেতৃত্বে তখন পুরো উপজেলায় ছাত্রলীগ ছিল সুসংগঠিত। বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা রাখতে তখন ছাত্রলীগকে মাঠে সক্রিয় রেখেছিলেন বাহারুল। আর সেই আন্দোলন-সংগ্রামে বাহারুল অনেক নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন।
টানা ৫ বছর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বকালে উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাহারুলের হাত দিয়ে হয়েছে। তাই বিগত বছরগুলোতে বাহারুলের হাত ধরে কয়রা উপজেলার সর্বত্র ছাত্রলীগের অনেক নেতা সৃষ্টি হয়েছেন অনেকেই রয়েছে এখন নেতৃত্বে পদও ও পেয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে। বিশেষ করে তার ক্লিন ইমেজের কারণে এবং বিগত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মোস্তফা রশিদি সুজার আদর্শ বাহারুল অনেকটা লালন করায় তার ভক্ত ও অনুসারী অনেক নেতাকর্মী রয়েছে ছাত্রলীগে দীর্ঘ বছর যাবৎ।
ছাত্রলীগের পদ থেকে বিদায় নেয়ার পরও বাহারুল তার সাংগঠনিক কর্ম দক্ষতা ও আওয়ামী রাজনীতিতে সর্বদা সক্রিয় থাকার কারণে ২০১৬ সালে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। একই সাথে ইউপি নির্বাচনে কয়রা সদর ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে একই দলের একাধিক বিদ্রোহী প্রার্থীর সাথে লড়াই করে সামান্য ভোটে পরাজিত হন।
বাহরুল ২০১৬ সালের নির্বাচনে পরাজিত হয়েও ক্ষমতাসীন দলের রাজনীতি ও নির্বাচনসহ সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ও সক্রিয় ছিলেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মুখ্য ভূমিকায়ও থাকেন। তাই তো বাহারুলের বিষয়ে কয়রা উপজেলার সর্বস্তরের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা একাট্টা হয়ে যান। শুধু ছাত্রলীগই নয়, আওয়ামী লীগ এবং যুবলীগেও তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। বিভিন্ন সময় বাহারুল ইস্যুতে তার প্রমাণ পাওয়া গেছে।
২০১৯ সালে বাহারুল তার কর্মদক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য পুররায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি আবারো নৌকার মনোনয়ন নিয়ে কয়রা সদর ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
বাহারুল বিজয়ী হওয়ায় সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস আর উচ্ছ্বাসের সীমা ছিল না। বাহারুলের শপথ গ্রহণ শেষে এলাকায় ফেরার দিন তার গাড়িবহরে তীব্র বৈরী আবহাওয়া উপক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার প্রতি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশে উজ্বল দৃষ্টন্ত ছিল সে দিনটি।
অনেকের সাথে এমন উচ্ছ্বাসের বিষয়ে কথা হলে তারা বলেন, বাহারুল ভাই এখনো ছাত্রলীগের প্রাণ, তাই তো আমাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস আর উল্লাসের সীমা নেই।
শুধু তাই নয়, বাহারুলের সাথে যারা ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, সেই দীর্ঘ সময়ে তার সহযোদ্ধা ও বন্ধু মহলের উপস্থিতিও কম ছিল না। সকলের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসমুদ্রে পরিণত ছিল সেদিনের দিনটি। বাহারুল তার বুদ্ধিমত্তা ও মেধা দিয়ে নেতৃত্বের মাধ্যমের দল গোছানোসহ সাংগঠনিকভাবে আওয়ামী লীগসহ তার সকল সহযোগী ও অঙ্গসংগঠনের জন্য ব্যাপক ভূমিকা রেখে চলেছেন, যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। নেতাকর্মীরা বাহারুলের সাফল্য কামনাসহ বর্তমান সময়ে সকল আওয়ামী লীগসহ নেতৃবৃন্দ কয়রা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।
এর আগে বাহারুল ২০০২ সালে কয়রা কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের যুগ-সাধারণ সম্পাদক, ২০০৩ সালে কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক, ২০০৪ সালে কয়রা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ২০০৭ সালে খুলনা জেলা ছাত্রলীগের সদস্য এবং ২০১০ সালে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি হন।
এমএসএম / জামান
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
Link Copied