ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ডে সরকারি ছড়ায় বাঁধ নিমার্ণ: বিপাকে সাধারণ কৃষক!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:৫৯

পাহাড়ের চূড়া  থেকে প্রবাহিত হয়ে আসা বোয়ালিয়া নামক ছড়া, বর্ষাকালে অতিবৃষ্টি,  পাহাড়ি ঢল ও শুষ্ক মৌসুমে স্থানীয় চাষিদের একমাত্র ভরসা। এই ছড়ায়  বাঁধ তৈরি করে সাধারণ পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করেছে শিল্প প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপ। যদিও বাঁধ নির্মাণের বিষয়টি অস্বীকার করেছেন ইউনিটেক্সের ডিরেক্ট (লিগ্যাল এন্ড স্টেট)  ফরহান আহমদ।  চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং আস্কার পাড়ার বোয়ালিয়া ছড়া  নামে পরিচিত এটিকে কেউ কেউ বারমাসি ছরাও বলে থাকে,কারন বছরজুড়ে এতে পানি প্রবাহমান থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হওয়া  সরকারি  এই ছড়ার মাধ্যখানে  বালুর বস্তা দিয়ে বাঁধ সৃষ্টি করে ছোট কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ইউনিটেক্স নামক শিল্প প্রতিষ্ঠান তাদের কারখানার পানির চাহিদা মেটাতে এই বাঁধ নির্মাণ করেছেন । তৈরিকৃত লেকের পানি রির্জাভ পাম্পদিয়ে প্রায় ২ থেকে ৩ শত মিটার লম্বা পাইপ লাইনের মাধ্যমে তাদের উৎপাদিত কারখানা ইউনিটেক্স স্পিনিং মিলে সাপ্লাই করছে । এতে করে সাধারণ কৃষকরা পড়েছে বিপাকে। চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেনা ফলে ফসল শূণ্য আবাদি জমি। সরকারি ছড়ার প্রবাহিত পানির  ব্যবহার সকলের অধিকার হলেও অবৈধ এই বাঁধের ফলে কৃষকরা  বঞ্চিত হচ্ছে ন্যায্য পানি থেকে।

স্থানীয় কৃষকরা দাবি করেন  একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ইউনিটেক্স এই বাধঁ নির্মান করেছে। গ্রীষ্মের এই খরা মৌসুমে চারদিকে পানির হাহাকার কিন্তু তাঁরা পানি আটকিয়ে ছোঁ মেরে সব পানি নিয়ে যাচ্ছে নিজ কারখানায়, আগে চাষাবাদের জন্য আমরা এই ছড়ার পানি ব্যবহার করতাম কিন্তু এখন পারছিনা । বাধেঁর পরের  অংশে এখন মরা ছড়ায়  পরিনত  হয়েছে। আশেপাশে সব ফসলি জমি তারা নিয়ে নিয়েছে। এখানে সবকিছুই তাদের কর্মযজ্ঞ আওতায়  তাই সাধারণ মানুষ কিছু বলার সাহস রাখেনা।

বাংলাদেশ পানি আইন ২০১৩ এর ১৪ নং আইনে বলা হয়েছে  ‘‘বাঁধ'' অর্থ মাটি বা অনুরূপ উপাদান দ্বারা নির্মিত কোন ড্যাম, ওয়াল (ধিষষ) , ডাইক, বেড়িবাঁধ বা অনুরূপ কোন বাঁধ; যার দ্বারা  সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ও পানি নিষ্কাসন  বাঁধ সৃষ্টি হয় । যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে এই আইনের অধীন জারিকৃত কোন প্রতিপালন বা সুরক্ষা আদেশ লংঘন করেন বা অবজ্ঞা করেন, তাহা হইলে তিনি এর বিধান সাপেক্ষে অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

আইনে শাস্তির বিধান থাকলেও বাস্তবে তার কোন ছিটেফোটাও পরিলক্ষিত হয়না। ইউনিটেক্সের ডিরেক্ট (লিগ্যাল এন্ড এস্টেট)  ফরহান আহমদের কাছে সরকারি ছড়ায়  বাধেঁর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বাঁধ নির্মানের কথা অস্বীকার করে বলেন আমরা পানি উত্তোলন করছি এটা ঠিক, তবে বাঁধ নির্মান করিনি।  যেহেতু এখানে পানির সম্যাসা তাই আমরা ছড়া  থেকে পানি তুলে  কারখানার কাজে ব্যবহার করি, আমাদের তো কারখানা চালাতে হব! আমাদের পানি উত্তোলনের বিষয় এলাকার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবগত আছেন।

বিষয়টি সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মো:শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষন করলে তিনি  বলেন সরকারি ছড়ায় বাঁধ দিয়ে এইভাবে পানি নেওয়ার কারো অনুমতি নেই। বিষয়টি আমাদের কেউ অভিযোগ করেনি। তবু আমরা খোজ নিয়ে দেখব যদি এমনটি হয়ে থাকে তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। ফারহান আহম্মদ (লিগ্যাল এন্ড এস্টেট ইউনিটেক্স) দাবি করছে পানি উত্তোলনের অনুমতি আছে এবং বিষয়টি সম্পর্কে আপনারা অবগত আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা, এই ধরনের অনুমতি কাউকে দেওয়া হয়না বা এট আমাদের নলেজেও নাই।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা