ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

এস এম শফিউল্লাহ টানা সপ্তমবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:২৪
গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ টানা সপ্তমবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন। 
 
সোমবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে আয়োজিত মার্চ-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহর হাতে এই ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
 
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমানসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
 
এছাড়াও ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ৯টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা এককভাবে ৬টি ক্যাটাগরিতে (পুলিশ সুপার, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর, ডিবি অফিসার ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার) শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন শ্রেষ্ঠ সার্কেল অফিসার, কালিয়াকৈর থানার ইন্সপেক্টর আকবর আলী খান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং কালীগঞ্জ থানার এসআই মো. কামাল হোসেন, ডিবির এসআই শহিদুল ইসলাম ও শ্রীপুর থানার এএসআই নুরে আলম সিদ্দীকী  ঢাকা রেঞ্জের যথাক্রমে শ্রেষ্ঠ এসআই, ডিবি ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী  অফিসার নির্বাচিত হওয়ায় তারাও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন)-এর কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।
 
গাজীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এস এম শফিউল্লাহ বিপিএম গত বছরের ২১ মার্চ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে সার্বিক দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন। তিনি পর্যায়ক্রমে গাজীপুর জেলার ৫ টি থানার (জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ) ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নসহ তিনি গাজীপুর জেলায় ২০২১ ও ২০২২ সালে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এবং সম্পূর্ন দুর্নীতিমুক্তভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে গাজীপুরবাসীর ভূয়সী প্রশংসা অর্জন করেন। 
 
এছাড়া তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট  গাজীপুর জেলা পুলিশের  ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা