শেরপুরে দেবোত্তর মন্দির ভেঙে বাড়ি নির্মাণের অভিযোগ
বগুড়ার শেরপুর পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় দেবোত্তর মন্দিরের সম্পত্তি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ সহোদর বড় ভাই মধুসূদন দত্তের বিরুদ্ধে। এদিকে দেবোত্তর সম্পত্তি ও মন্দির রক্ষার্থে ছোট ভাই আদালতে মামলা দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই দেবোত্তর সম্পত্তিতে পুনরায় ইমারত নির্মাণ করছেন প্রভাবশালী বড় ভাই। ছোট দুই ভাই প্রতিবাদ করলে প্রতিপক্ষ বড় ভাই ও তার ছেলেদের মারপিটসহ হত্যা-গুমের হুমকিতে নিরাপত্তাহীনতা ভুগছে অসহায় ভুক্তভোগী পরিবার।
জানা যায়, বগুড়ার শেরপুর পৌর শহরের দত্তপাড়া এলাকায় মৃত মৃগেন্দ্র নাথ দত্তের ৫ ছেলের মধ্যে দুই ছেলে দেশত্যাগ করায় মধুসূদন দত্ত, চন্ডিচরণ দত্ত ও সঞ্জিত কুমার দত্ত তৎকালীন জমিদার প্রথার আদলে ৭.৯৪ শতাংশ জায়গায় পুরাতন বিল্ডিং বাড়িতে বসবাস করে আসছে। ওই সম্পত্তির মধ্যে দুই ভাইয়ের অংশ বড় ভাই মধুসূদন দত্ত ও ছোট ভাই সঞ্জিত দত্তকে দান করে যান। ফলে দুই ভাগের অংশে ৩.১৭৬ হলেও চন্ডিচরণ দত্ত পান ১.৫৮৮ শতাংশ। তাছাড়া ওই বাড়ির অভ্যন্তরে একটি পারিবার মন্দির নির্মাণ করে সম্পত্তি দেবোত্তর করে যান তৎকালীন পূর্বপুরুষরা। দেবত্তোর মন্দিরের সম্পত্তি বিক্রি করার বিধান না থাকলেও বড় ভাই মধুসূদন দত্ত প্রভাব খাটিয়ে জোরপূর্বক মন্দিরের একাংশ ভেঙে ১ শতক জায়গা দখলে নিয়ে ৪.৮৩ শতাংশে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। এছাড়াও তিনি মন্দিরের জায়গায় সাব-মার্সিবল পাম্প, টিউবওয়েল বসিয়েছেন ও রান্নার চুলা নির্মাণ করেছেন।
দেবোত্তর সম্পত্তি বেদখল দিয়ে বহুতল ভবন নির্মাণের চেষ্টায় ছোট ভাই চন্ডিচরণ দত্ত ও সঞ্জিত দত্ত প্রতিবাদ করলে প্রতিপক্ষ বড় ভাই তাদের মারধরসহ বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করেন। এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি- এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।
এছাড়াও এহেন ঘটনায় মীমাংসা করার জন্য পৌর মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক হলে বড় ভাই মধুসূদন দত্ত মন্দির না ভাঙা ও ভেঙে ফেলা ভোগের ঘর পুনঃনির্মাণের অঙ্গীকার করেন। এরপরও প্রভাবশালী বড় ভাই মধুসূদন দত্ত আবারো ওই দেবোত্তর সম্পত্তি দখল করতে মন্দিরের একাংশ ভেঙে তার ভবণ নির্মাণের কাজ শুরু করেন।
উপায়ন্তর না দেখে সঞ্জিত দত্তসহ ভুক্তভোগীরা বগুড়া জজ কোর্টে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে। এতে আদালতের নির্দেশে উভয়পক্ষের শান্তি বজায় রাখার জন্য গত ৪ এপ্রিল শেরপুর থানা থেকে নোটিশ প্রদান করেন। এরপরে বড়ভাই মধুসুদন দত্ত স্থানীয় কতিপয় প্রভাবশালীদের মদদে সকল আইন ও অঙ্গীকার উপেক্ষা করে নানা অন্যায়-অত্যাচার করে আসছে। এর ফলশশ্রুতিতে গত ১৭ এপ্রিল নিজ বাড়ীতে মিমাংশার কথা বলে ডেকে নিয়ে গিয়ে মামলা তুলে নেয়ার চাপ সহ জায়গা দখল সংক্রান্ত কোন প্রতিবাদ করলে হত্যা ও গুমের হুমকীও প্রকাশ্যে দেয়। দেবোত্তর সম্পত্তি ও মন্দির রক্ষার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথাগুলো তুলে ধরেন ভূক্তভোগী সঞ্জিত কুমার দত্ত। এসময় চন্ডীচরণ দত্ত ও তাদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ওই বিবদমান সম্পত্তি নিয়ে উভয়পক্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতে নিদের্শে নোটিশ প্রদান করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কর্মকর্তাকে বলা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা বলেন, ওই বিবাদমান সম্পত্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কাউন্সিলরের সমন্বয়ে মিমাংশা বৈঠকে আপোশ মিমাংসাপত্র তৈরী হয়। তাছাড়া দেবোত্তর সম্পত্তিতে ব্যক্তিগত বিল্ডিং নির্মাণ, বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয় বলে দাবি করেন পৌর মেয়র।
এমএসএম / জামান
নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার
বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ
বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার
চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল
সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ
রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’
নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন
সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী
Link Copied