শিবচরে ভোট কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রমিক লীগ নেতা খুন
মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনের আগের রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে ঢাকায় একটি বেসরকারি হাসপালে মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্তায় দুই সন্তানের জনক এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো দুজন। নিহতের বাড়িতে বইছে শোকের মাতাম। উত্তপ্ত রয়েছে এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আবু বক্কার (৪৫) মাদবচরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের মৃত খালেক ফকিরের ছেলে।
জানা যায়, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় মাদারীপুরের শিবচরে ১৩টি ইউনিয়নের ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। সবকটি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন হলেও মাদবরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচনের আগের রাতে ভোট কেনাকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী ইউসুফ সরদারের সমর্থক মনির সরদারসহ আরো কয়েকজন একই এলাকার অপর প্রার্থী আজিজুল সরদারের সমর্থক শ্রমিক লীগ নেতা আবু বক্করের পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনিত হওয়ায় রাতেই দ্রুত তাকে উন্নত চিৎিস্যার জন্য ঢাকায় পাঠানো হয়। দুদিন মৃত্যু সাথে লড়ে ঢাকার বেসরকারি আজগর আলী হাসপাতের মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করণে। এই খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত আবু বক্কার মাদবরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তার ১০ বছর ও ৩ বছরের দুটি ছেলে রয়েছে। তারা এখনো পথ চেয়ে আছে কখন তাদের বাবা ফিরে আসবে।
নিহতের স্ত্রী পলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে মুঞ্জ মেম্বারের ভাইয়ের ছেলে মনির সরদার কুপিয়ে মেরে ফেলেছে। আমার স্বামী মরার আগে আমাকে সব বলে গেছে। আমি এদের ফাঁসি চাই।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনির সরদারসহ ঘটনার সাথে জড়িতরা পলাকত রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫