শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিতল ভবন উদ্বোধন
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিতল ভবন উদ্বোধন করেছেন সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন এমপি। বুধবার (২৩ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের দ্বিতল ভবন উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন হলরুমে প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপন উপস্থিত গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে এবং শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ যাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ অর্থ সহায়তা পান তার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান