গাজীপুরে সালিশে অভিযুক্তের নাক ফাটিয়ে এএসআই অবরুদ্ধ

গাজীপুরের শ্রীপুরের ফরিদপুর গ্রামে এক সালিশে অভিযুক্তের নাক ফাটিয়ে অবরুদ্ধ হয়েছিলেন থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) শাহীনূর ইসলাম। প্রায় এক ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখে জনতা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মুক্ত হয়ে থানায় ফেরেন তিনি।
জানা গেছে, গতকাল রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশে এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ করেন কাপাসিয়া উপজেলার ভুক্তভোগী নারী মাহমুদা। শুক্রবার ছিল জমি বায়নাকৃত টাকা ফেরত দেয়ার শেষ তারিখ। সে কারণে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলাম ঘটনাস্থলে যান। যাওয়ার পর দুই ঘণ্টাব্যাপী চলে দেন-দরবার।
থানায় লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায়, ভুক্তভোগী নারী মাহমুদা স্থানীয় ফরিদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে লাইছুদ্দিনের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি বায়না করেন। কিন্তু দীর্ঘদিন ধরে দেই-দিচ্ছি করে জমি অথবা টাকা কোনোটাই ফিরিয়ে দেননি। এজন্য ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নারীর লিখিত অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে দেন-দরবার চলাকালে অভিযুক্ত যুবক ওই নারীকে দেয়া স্ট্যাম্প জোর করে নিয়ে যেতে চান। এ সময় পুলিশ অভিযুক্তকে মারধর করে। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশকে উদ্দেশ্য করে মারধর করে।
স্থানীয় বাসিন্দা মো. আমিন মিয়া বলেন, দীর্ঘ কয়েক বছর পূর্বে কাপাসিয়ার মাহমুদা নামে এক নারী ৫ লাখ ১০ হাজার টাকা জমি বায়না করেন। পরবর্তীতে জমি বা টাকা কোনোটাই বুঝিয়ে না দিলে ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সোনাব গ্রামের এক পুলিশ সদস্যের মধ্যস্থতায় ৫ মাস পর টাকা পরিশোধের তারিখ হয়। সে অনুযায়ী শুক্রবার টাকা পরিশোধের শেষ দিন। সে অনুযায়ী বাড়ির পাশে পুলিশ আসে। পুলিশের উপস্থিতিতে ৪ লাখ টাকা ফিরিয়ে দিতে চান জমির মালিকরা।
পরবর্তীতে ওই নারী ও পুলিশ এক টাকা কম নেবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপর উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে পুলিশ উত্তেজিত হয়ে জমির মালিক লাইছুদ্দিনকে আঘাত করে নাক ফাটিয়ে দেয়। এরপর উপস্থিত জনতা পুলিশের ওপর হামলা করে।
গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করা হয়। পরবর্তীতে আহত যুবকে হাসপাতালে পাঠানো হয়েছে ও জনতার হাতে অবরুদ্ধ পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, পুলিশ আর জনতার মধ্যে ভুল বোঝাবুঝির পর হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। বিষয়টি গ্রামে বসে সমাধানের চেষ্টা করা হবে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলামের বক্তব্য নিতে তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভুক্তভোগী নারীর জমির বায়নানামা স্ট্যাম্প ছিনিয়ে নেয়ার সময় পুলিশ বাধা দিলে অভিযুক্ত জমির মালিক পুলিশের ওপর হামলা করে। তার সঙ্গে সঙ্গে কয়েকজন হামলা চালায়।
এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
