ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত


বাঁশখালী প্রতিনিধি  photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ৪:৫৮

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত হয়েছে। বুধবার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা, বড়ঘোনা, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, শিলকূপ সরল, খানখানাবাদ, প্রেমাশিয়াসহ বেশকিছু এলাকার লোকালয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।

উপকূলীয় এলাকা ও জলকদর খালে জোয়ারের পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। উপকূলীয় খানখানাবাদ, প্রেমাশিয়া, সরল, ছনুয়া, পু্ঁইছুড়ি, গন্ডামারা এলাকায় জোয়ারের পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় শে‌খেরখীল, গুইল্যাখা‌লি ও ফাঁড়ির মুখ এলাকায় বেড়িবাঁধ উপচে পানি ঢুকেছে লোকালয়ে। জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে আতঙ্কে রয়েছেন উপকূলীয় অঞ্চলের সর্বস্তরের মানুষ।

অরক্ষিত বেঁড়িবাধের ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের জীবনযাত্রা এক ধরনের অনিশ্চিত হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের পানিতে প্রতিনিয়তই প্লাবিত হয় উল্লিখিত নিম্নাঞ্চল। চিংড়ি ঘের, পুকুর, ক্ষেত-খোলা প্লাবিত হয়ে প্রতি বছরই লাখ লাখ টাকার লোকসানের শিকার হচ্ছে উপজেলাধীন উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ।

খানখানাবাদের আলী আহমদ, শের আলী, নুরুল করিম, আহমদ নবী, গন্ডামারার কাটাখালীর নুরুল ইসলাম, মুহাম্মদ করিম সওদাগর, ইউনুস, মুহাম্মদ ফরিদুল আলম, সুফি আলম, মাহবুব আলমসহ অনেকে বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ প্রতি বছরই লাখ লাখ টাকার লোকসানের শিকার হয়। তারা কর্তৃপক্ষের নিকট দ্রুত বেড়িবাঁধ সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তারা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি স্পটে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শুধু তাই নয়; বরং কয়েক শতাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সকাল থেকে বিভিন্ন স্পটে পরিদর্শন করেছেন বলেও জানান তারা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের উত্তাল পরিস্থিতি ও বেশ কয়েকটি এলাকায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের জানমাল নিরাপত্তার জন্যে বাঁশখালী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করে যাওয়ার দৃশ্য পরিদর্শনকালে দেখা গেছে।

শেখেরখীল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. ইয়াছিন জানান, সকালে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে জোয়ারের পানি ফাঁড়ির মুখ ও গুইল্যাখালী এলাকায় আংশিক অংশ দিয়ে লোকালয়ে ঢুকেছে। তবে জোয়ারের পানিতে বড় ধরনের ক্ষতি হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বেশ কয়েকটি  উপকূলীয় ইউনিয়নে জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকেছে। তবে জোয়ার-ভাটার সাথে সাথে পানি ওঠা-নামা করবে। তেমন কোননো ক্ষয়ক্ষতি হয়নি এবং চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে জানানোর জন্য। ইতোমধ্যে ১০৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী প্লাবিত এলাকা পরিদর্শন করতে এসে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশ কয়েকটি ‍এলাকায়ে পানি ঢুকে পড়ছে। উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরো জানান, উপজেলার উপকূলীয় ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে আনার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপিপি) স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাঁশখালী উপজেলার ১০৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মানুষ ও গবাদিপশু আশ্রয়ের জন্য প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বড়় ধরনের কোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএসএম / জামান

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি