ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সাভারে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ২:৫২
ঢাকার সাভারে কল্যাণমুখী 'উত্তরণ ফাউন্ডেশন' এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
 
শনিবার (৩০ শে এপ্রিল) বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
 
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম।
 
এতে উত্তরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ এর সভাপতিত্বে সাংবাদিক তোফা সানির সঞ্চালনায় ডিআইজি হাবিবুর রহমানের কৃতিত্ব স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনেকে।
 
প্রধান অতিথির বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।
 
তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন।
 
তিনি বলেন, এই উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে আমাদের ডিআইজি হাবিবুর রহমান স্যার এই কাজ গুলো করেছেন। বিধায় এই জনগোষ্ঠীর বিষয়ে  স্যারের কাছে আমাদের আবেদন থাকবে "আপনি যেভাবে এই জনগোষ্ঠীকে প্রতিষ্ঠা করেছেন ; আপনি যেমন এই জনগোষ্ঠীর ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য (ঠার) নামক একটি বই রচনা করেছেন। ঠিক একই ভাবে এই জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে অন্য কোন ভাষায় নামকরণ করা যায় কিনা তার জন্য সকলের পক্ষ থেকে আবেদন রইল।
 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের মহৎ লক্ষ্য গুলো এই অঞ্চলের যারা মানুষ শিক্ষিত হয়ে উঠেছে তাদেরকে আরও জীবনে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
এ সময় ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী - লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইজি হাবিবুর রহমানের ভাগ্নে সাইমন হোসেন সাইফ, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, আল মুসলিম গ্রুপের জেনারেল ম্যানেজার লিটন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য ডেক্স গঠনের ঘোষণা গাজীপুর সিটি কর্পোরেশনের

নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত

রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা সম্পন্ন

কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন

বোদায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

রাজস্থলীতে ২১লক্ষ টাকা বিদেশি সিগারেট অবধৈ পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪

কালিয়ায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ

রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ

লোহাগড়ায় কিশোরের লাশের পাশে ‘চার কাঁধি সুপারি’: রহস্যে ঘেরা মৃত্যু তদন্তে পুলিশ

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান