সাভারে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

ঢাকার সাভারে কল্যাণমুখী 'উত্তরণ ফাউন্ডেশন' এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ শে এপ্রিল) বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম।
এতে উত্তরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ এর সভাপতিত্বে সাংবাদিক তোফা সানির সঞ্চালনায় ডিআইজি হাবিবুর রহমানের কৃতিত্ব স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।
তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন।
তিনি বলেন, এই উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে আমাদের ডিআইজি হাবিবুর রহমান স্যার এই কাজ গুলো করেছেন। বিধায় এই জনগোষ্ঠীর বিষয়ে স্যারের কাছে আমাদের আবেদন থাকবে "আপনি যেভাবে এই জনগোষ্ঠীকে প্রতিষ্ঠা করেছেন ; আপনি যেমন এই জনগোষ্ঠীর ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য (ঠার) নামক একটি বই রচনা করেছেন। ঠিক একই ভাবে এই জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে অন্য কোন ভাষায় নামকরণ করা যায় কিনা তার জন্য সকলের পক্ষ থেকে আবেদন রইল।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের মহৎ লক্ষ্য গুলো এই অঞ্চলের যারা মানুষ শিক্ষিত হয়ে উঠেছে তাদেরকে আরও জীবনে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী - লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইজি হাবিবুর রহমানের ভাগ্নে সাইমন হোসেন সাইফ, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, আল মুসলিম গ্রুপের জেনারেল ম্যানেজার লিটন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied