ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মানবতার কল্যাণে কাজ করছে হ্যালো রায়গঞ্জ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২২ দুপুর ১২:৩০

‘মানবতার কল্যাণে সব সময়’ স্লোগানকে সামনে রেখে প্রভাষক ও সাংবাদিক এম আবদুল্লাহ সরকারের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন হ্যালো রায়গঞ্জ অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে কাজ করছে প্রতিনিয়ত।

প্রত্যয়, দৃঢ়তা এবং চৌকস মনোবল নিয়ে একঝাঁক দেশপ্রেমিক নবীনকে সাথে নিয়ে পথে-ঘাটে-মাঠে দুঃখ-কষ্টে জীবনযাপন করে চলতে থাকা মানুষের পরম বন্ধু হয়ে কাজ করছে হ্যালো রায়গঞ্জ। হ্যালো রায়গঞ্জের নাম এখন উপজেলার অনেকেরই মুখে মুখে। কর্মঠ কর্মীদের কেউ দেখলেই হ্যালো রায়গঞ্জ নামে ডাকতে থাকে।

জানা যায়, রায়গঞ্জের কোথাও অসহায় ও দুস্থ মানুষের কোনকিছুর প্রয়োজন হলেই কেউ না কেউ ফোন করে হ্যালো রায়গঞ্জকে। মিষ্টিমুখে সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ সরকার জানতে চান কি হয়েছে। অথেনটিক সংবাদ হলেই দুঃস্থদের পাশে দাড়াতে বিষয়টি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজন্য তিনি তার আবদুল্লাহ সরকার ফেসবুক আইডি ব্যবহার করেন। পোস্ট করেন সেখানেই। এসে যায় নির্দিষ্ট অংকের টাকা। স্বচ্ছতা বজায় রাখতে ওই টাকার হিসাব আপডেটও দেন ফেসবুকেই। ওই টাকা নিয়ে অসহায় ও দুস্থ পরিবারের উপকারে দাঁড়িয়ে যায় হ্যালো রায়গঞ্জ। কাজ শেষে হলেই আবারো আপডেট দেয়া হয় ওই আইডিতেই।

হ্যালো রায়গঞ্জ একটি অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবকমূলক সংগঠন। সংগঠনটি অনলাইন মাধ্যম ফেসবুক থেকে অর্থ জোগাড় করে তা পৌঁছে দিচ্ছে রায়গঞ্জের অসহায়, দুস্থ ও এতিমদের দ্বারে দ্বারে। এভবে কয়েক বছর ধরেই চলছে কাজ। প্রথমে হ্যালো রায়গঞ্জ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে ব্যাপক আলোচনায় আসে। এরপর অসহায় বিধবাদের মাঝে অর্থ বিতরণ, গৃহহীন পরিবারকে ঘর প্রদান, অসহায় এতিম শিশুদের পড়াশোনা খরচ, নতুন পোশাক বিতরণ, কর্মহীন পরিবারের মাঝে অর্থ ও বাজার সামগ্রী বিতরণ, বিভিন্ন মাদরাসায় অর্থের জোগান এবং রাতের আঁধারে বাড়ি বাড়ি ঈদ বাজারসামগ্রী বিতরণ করে সমাজের সকলের নজরে এসেছে। এখন এর স্বেচ্ছাসেবী সদস্য সংখ্যা অনেক, যারা নিজেরা শ্রম বিক্রি করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সংগঠনটির কারণে রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ, বৃদ্ধাও পেয়েছেন সহযোগিতা। অল্প দিনেই রায়গঞ্জের অসহায় মানুষের পাশে থাকায় সকলের কাছে ভালোবাসার জায়গা পেয়েছে হ্যালো রায়গঞ্জ। রায়গঞ্জে বিভিন্নরকম সংগঠন থাকলেও হ্যালো রায়গঞ্জ নানামুখি কর্মসূচি নিয়ে মাঠে সরব। প্রতিষ্ঠাতা সাংবাদিক এম আবদুল্লাহ সরকার একজন জনহিতৈষী ব্যক্তিত্ব। তিনি একাধারে চৌকস সাংবাদিক,শিক্ষক, সমাজ সেবক।

হ্যালো রায়গঞ্জ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন যা মানবতার সেবায় নিয়োজিত সব সময়।সংগঠনটির সাথে রয়েছেন,শিক্ষক,ছাত্র,রাজনৈতিক ব্যক্তিত্ব ,সাংবাদিক,কৃষক,দিনমজুর সহ সর্বস্তরের জনসাধারণ । হ্যালো রায়গঞ্জ সব সময় মনবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়েই মাঠে আছে এবং থাকবে বলে জানান চৌকস স্বেচ্ছাসেবক চন্দ্র বিন্দু পাপ্পু ও আবদুর রহিম বিজয়।

আল-আরাফা হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, হ্যালো রায়গঞ্জ শুধু রায়গঞ্জে নয় সারা বাংলাদেশে কাজ করুক এই আশা আমাদের।

বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাহমুদুল হক বলেন, হ্যালো রায়গঞ্জের কাজ আমাদের অনুপ্রেরণা যোগায় তাই সাথেই থাকি।

বিশিষ্ট আওয়ামী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মো. নুরুল ইসলাম নয়ন বলেন, হ্যালো রায়গঞ্জ আমাদের প্রাণের কথ বলে।অসহায় দুস্থদের পাশে থেকে যে কাজটি করছেন তা সত্যি অতুলনীয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার বলেন, শুরু থেকেই হ্যালো রায়গঞ্জের সাথে আমি আছি, আমরা দেখছি পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়াব।

হ্যালো রায়গঞ্জের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম আবদুল্লাহ সরকার বলেন, মানুষের কল্যাণে কাজ করার মজাই আলাদা। দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য যা করা দরকার তা হয়তো করতে পারছি না, তবে আপনারা পাশে থাকলে সেটাও সম্ভব হবে ইনশা আল্লাহ।

জামান / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির