শ্রীপুরের জোড়া বাড়ি পল্লী উন্নয়নের হলেও ৪০ বছর ধরে ভাড়া তোলে উপজেলা প্রশাসন!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডরের নিজস্ব অর্থায়নে গত ৪০ বছর আগে নির্মিত হয় জোড়া বাড়ি নামে একটি সরকারি আবাসন। দোতলা বাড়িটিতে ৪টি ইউনিট রয়েছে। সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৪টি ইউনিটে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে থাকেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ি ভাড়ার টাকা স্থানীয় পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের যৌথ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা রয়েছে। এই ভাড়ার টাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবে ৯০ ভাগ আর উপজেলা প্রশাসন সংষ্কারের জন্য পাবে ১০ ভাগ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, গত ৪০ বছর ধরে ভাড়ার শতভাগ টাকাই জমা হচ্ছে উপজেলা রাজস্ব তহবিলে। আর এই তহবিল পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাকার অংক আনুমানিক প্রায় ১৫ লাখ হতে পারে।
অন্যদিকে ভাড়ার টাকা বুঝে নিতে এত বছরেও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কেউ কোনো পদক্ষেপ নেননি। ৪০ বছর পর এসে সদ্য যোগ দেয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের শ্রীপুর উপজেলা কর্মকর্তা আরিফা আক্তার ভাড়ার টাকা আলাদা তুলতে ব্যাংকে নতুন হিসাব খোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। তবে চিঠিতে গত ৪০ বছরের ভাড়ার টাকার কোনো হিসাব চাননি তিনি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার বলেন, আগের কোনো কর্মকর্তা তো ভাড়ার টাকার বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। আমি তো তাও চিঠি দিয়েছি, যাতে এখন ভাড়ার টাকা আমরা পাই।
সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ হয়ে আছে পল্লী উন্নয়ন বোর্ডের জোড়া বাড়ি। ৪০ বছর আগে নির্মাণ করা হলেও এরপর বাড়িটির আর কোনো সংস্কার করা হয়নি। ভাড়া দেয়া হলেও এই বাড়ির সংস্কার করা হয় না। এতে বাড়ির সামনে পানি জমে নালা হয়ে আছে। বাইরের অবস্থা থেকে ভেতরের অবস্থা আরো খারাপ। প্রতিনিয়ত পলেস্তারা খসে পড়ছে। বহু জায়গায় ভেঙে পড়ে গেছে দেয়ালের ইট। নেই ঘরের দরজাও। এমন ভোগান্তি নিয়েই বসবাস করছেন এখানকার ভাড়াটিয়ারা।
বাড়িটির ভাড়াটিয়ার বলেন, প্রতি মাসে ভাড়া দেই। এখন যে নেয়, সে যদি সংস্কার না করে তাদের তো ভোগান্তির শেষ নেই। বাড়ির সামনের পানিতে শিশুরা নেমে যায়। সাপের ভয়ে থাকতে হয়। ছাদে শিশুরা খেলা করতে পারে না, পানি জমে থাকে।
বাড়ির সংস্কারের বিষয়ে কোনো দায়-দায়িত্ব নিতে চান না পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা আরিফা আক্তার। কারণ এই বাড়ির ভাড়াও তারা তোলেন না। ফলে বাড়ি সংস্কারের কোনো বাজেট নেই তার অফিসের। তবে ৪০ বছর ধরে উপজেলা প্রশাসন ভাড়া তুললেও কেন বাড়ির সংস্কার করেনি- এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, যাদের টাকা তারা চাইলে তুলতে পারতেন। তবে তারা তোলেননি। এখন নজরে এসেছে, সমস্যার সমাধান করবেন বলে জানান তিনি।
জামান / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
