শ্রীপুরের জোড়া বাড়ি পল্লী উন্নয়নের হলেও ৪০ বছর ধরে ভাড়া তোলে উপজেলা প্রশাসন!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডরের নিজস্ব অর্থায়নে গত ৪০ বছর আগে নির্মিত হয় জোড়া বাড়ি নামে একটি সরকারি আবাসন। দোতলা বাড়িটিতে ৪টি ইউনিট রয়েছে। সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৪টি ইউনিটে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে থাকেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ি ভাড়ার টাকা স্থানীয় পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের যৌথ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা রয়েছে। এই ভাড়ার টাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবে ৯০ ভাগ আর উপজেলা প্রশাসন সংষ্কারের জন্য পাবে ১০ ভাগ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, গত ৪০ বছর ধরে ভাড়ার শতভাগ টাকাই জমা হচ্ছে উপজেলা রাজস্ব তহবিলে। আর এই তহবিল পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাকার অংক আনুমানিক প্রায় ১৫ লাখ হতে পারে।
অন্যদিকে ভাড়ার টাকা বুঝে নিতে এত বছরেও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কেউ কোনো পদক্ষেপ নেননি। ৪০ বছর পর এসে সদ্য যোগ দেয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের শ্রীপুর উপজেলা কর্মকর্তা আরিফা আক্তার ভাড়ার টাকা আলাদা তুলতে ব্যাংকে নতুন হিসাব খোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। তবে চিঠিতে গত ৪০ বছরের ভাড়ার টাকার কোনো হিসাব চাননি তিনি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার বলেন, আগের কোনো কর্মকর্তা তো ভাড়ার টাকার বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। আমি তো তাও চিঠি দিয়েছি, যাতে এখন ভাড়ার টাকা আমরা পাই।
সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ হয়ে আছে পল্লী উন্নয়ন বোর্ডের জোড়া বাড়ি। ৪০ বছর আগে নির্মাণ করা হলেও এরপর বাড়িটির আর কোনো সংস্কার করা হয়নি। ভাড়া দেয়া হলেও এই বাড়ির সংস্কার করা হয় না। এতে বাড়ির সামনে পানি জমে নালা হয়ে আছে। বাইরের অবস্থা থেকে ভেতরের অবস্থা আরো খারাপ। প্রতিনিয়ত পলেস্তারা খসে পড়ছে। বহু জায়গায় ভেঙে পড়ে গেছে দেয়ালের ইট। নেই ঘরের দরজাও। এমন ভোগান্তি নিয়েই বসবাস করছেন এখানকার ভাড়াটিয়ারা।
বাড়িটির ভাড়াটিয়ার বলেন, প্রতি মাসে ভাড়া দেই। এখন যে নেয়, সে যদি সংস্কার না করে তাদের তো ভোগান্তির শেষ নেই। বাড়ির সামনের পানিতে শিশুরা নেমে যায়। সাপের ভয়ে থাকতে হয়। ছাদে শিশুরা খেলা করতে পারে না, পানি জমে থাকে।
বাড়ির সংস্কারের বিষয়ে কোনো দায়-দায়িত্ব নিতে চান না পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা আরিফা আক্তার। কারণ এই বাড়ির ভাড়াও তারা তোলেন না। ফলে বাড়ি সংস্কারের কোনো বাজেট নেই তার অফিসের। তবে ৪০ বছর ধরে উপজেলা প্রশাসন ভাড়া তুললেও কেন বাড়ির সংস্কার করেনি- এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, যাদের টাকা তারা চাইলে তুলতে পারতেন। তবে তারা তোলেননি। এখন নজরে এসেছে, সমস্যার সমাধান করবেন বলে জানান তিনি।
জামান / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
