ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কয়রায় থেমে থেমে বৃষ্টি, ভয় শুধুই জলোচ্ছ্বাস


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ১:৫৯
প্রবল ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বাংলাদেশের সর্বদক্ষিণ উপকূলীয় জেলা খুলনার কয়রায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।কখনো বৃষ্টি, কখনো রোদ্র। এতে  কোনো ধরনের জলাবদ্ধতার সৃষ্টি না হলেও বৃষ্টিতে স্থানীয়দের মধ্যে আসানির বার্তা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে বলে জানা গেছে। বুধবার (১১ মে) দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী কপোতাক্ষ, শাকবাড়িয়া ও আড় পাঙ্গাশিয়া নদীর পানি বাড়লেও দুপুরেই ভাটার টানে তা নেমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে তাদের ভয় শুধুই জলোচ্ছ্বাসের। 
 
এদিকে, আগাম সতর্কবার্তা হিসেবে স্থানীয়দের নিয়ে উপকূল রক্ষা বাঁধের ঝূঁকিপূর্ণ ভাঙনকবলিত স্থানে মাটি ফেলাসহ কয়েকটি ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতি সভা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
 
জানা গেছে, কয়রার বেঁড়িবাধের ২০টি পয়েন্ট  ঝঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সেগুলোর কিছুটা কাজ চলমান ও বাকিটা জাইকার অর্থায়নে টেন্ডার প্রক্রিয়াধীন।
 
স্বেচ্ছাসেবকসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাইক্লোন শেল্টারসমূহ তত্ত্বাবধান, আশ্রয়কেন্দ্রে সুপেয় পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহে একাধিক কমিটি গঠন করা হয় কয়রা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাও অনুষ্ঠিত হয়েছে।
 
উপকূলীয় একাধিক বাসিন্দারা জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হলেও সর্বনাশ ডেকে আনে জলোচ্ছ্বাসে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদীর বেড়িবাঁধ ভেঙে পার্শ্ববর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে যায়। ভেসে যায় মাছের ঘের, পুকুর ও ফসলের মাঠ। ঘর-বাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। আশ্রয়হীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। প্রতিবারই ঘূর্ণিঝড়ের কবলে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রা উপকূলের মানুষের আর্তনাদে ভারি হয়ে ওঠে। এ সমস্যা থেকে স্থায়ী প্রতিকার দাবি করেন তারা।
 
স্থানীয় সংসদ আক্তারুজ্জামান বাবু  পার্শ্ববর্তী তার উপজেলা পাইকগাছায় অবস্থান করে সর্বক্ষণ স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন। তিনি মুঠোফোনে জানান, বিগত ঝড় গুলোতে যেমন এলাকায় অবস্থান করে জনগণের জান মাল রক্ষায় পাশে ছিলেন এবারও তিনি এলাকায় থাকবেন।উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডে, সিপিপি সদস্যরা  ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ জনবসতি কয়রার কয়েকটি ইউনিয়ন পরির্দশন করে সেখানকার সাইক্লোন শেল্টারের পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাউবো কর্তৃপক্ষ দুর্যোগকালীন সময়ে বাঁধের ভাঙন ঠেকানোর লক্ষ্যে সিনথেকটিক বস্তা, জিও ব্যাগ মজুদ রাখার কথা জানিয়েছে।
 
গোবরা বাসিন্দা আলামিন ইসলাম বলেন ,সোমবার   সকাল থেকে বৃষ্টি শুরুর পর  মঙ্গলবার ও বুধবার সকালে ও থেমে থেমে বৃষ্টি হয়. দুপুরের জোয়ারের পানি বৃদ্ধিতে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে পরবর্তীতে ভাটার টানে পানি নেমে যাওয়ার পাশাপাশি ঝড়ো বাতাস কমতে শুরু করলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।নদীতে জোয়ারের পানি ৪/৫ ফুট বৃদ্ধি পেলে নিচু হয়ে যাওয়া উপকূলরক্ষা বাঁধ ছাপিয়ে পানি ভেতরে ঢোকার আশঙ্কা রয়েছে বলে দাবি ওই বাসিন্দা। 
 
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় এখনও পর্যন্ত ২ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। দিক পরিবর্তন হলে খুলনার দক্ষিণ অঞ্চল কয়রা ও সাতক্ষীরাহ  বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। তবে ততক্ষণে এটি দুর্বল হয়ে পড়বে।
 
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, ঘূর্ণিঝড় আসানি মোকাবেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের ১১৭টি আশ্রয়কেন্দ্রে ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি স্কুল ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনা খাবার ও নগদ টাকা মজুদ রাখা হয়েছে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ পর্যাপ্ত সুপেয় পানি এবং সিপিপি সদস্যসহ স্থানীয় সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। 
 
তিনি আরো জানান, এর বাইরে ২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস ও আম্পানের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আসানি উপকূলীয় এলাকার নতুন আতঙ্ক ছড়ালেও তা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে।

এমএসএম / জামান

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী