রাউজানে বোরো ধানের বাম্পার ফলন হাসি ফুটেছে কৃষক নেজাম উদ্দিনের

চট্টগ্রামের রাউজানে মাঠ-জুড়ে কৃষকরা চাষাবাদ করেছেন বোরো ধানের। এই জনপদে যতটুকু চোখ পড়ে শুধু দেখা যায় সোনালি নানা জাতের বোরো ধান আর ধান। এবার রাউজান উপজেলার উত্তর-দক্ষিণে বোরো ধানের বাম্পার ফল হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে মুখে ফুটেছে হাসি। এই উপজেলায় অধিকাংশ জমিতে ধান পেকে গেছে। পাকা ধান গুলো কাটতে শুরু করেছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন জমিতে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু করেছে এখানকার কৃষকরা। এই জনপদের কৃষকরা জানিয়েছেন, এবার কোন রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের আর কোন ভয় নেই। এদিকে দক্ষিণ রাউজানে প্রবাস ফেরত মোহাম্মদ নেজাম উদ্দিন দুবাই থেকে চলে আসার পর উদ্যোগ নেন চাষাবাদে। তিনি গত দুই হাজার ২১ সালে সখের বসে প্রায় ৯০ কানি জমিতে বোরো ধানের চাষ করে ছিলেন। এবার তিনি প্রায় ৬০ কানির বেশি পরিমাণে জমিতে বোরো ধানের আবাদ করেছেন।
তিনি জানান এবার গতবছরের তুলনায় ব্যাপক ধান হয়েছে। সরেজমিনে দেখা যায়, “নেজাম উদ্দিনের বোরো ধানের ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি ধান। সেই সাথে চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। এসব জমি গুলোতে শুধু মাত্রা আমন ধানের আবাদ করা হতো। এরপর এই বিশাল জমিগুলো পতিত জমি হিসেবে থেকে যেতো। কিন্তু কৃষক নেজাম উদ্দিন এসব জমিগুলো তিনি পতিত না রেখে প্রায় দুই বছর ধরে বোরো ধানের আবাদ করে যাচ্ছে।
তিনি আরোও জানান, আমাদের দেশে ধানের ভালো ফলন হয়। আর এই দেশের মানুষের পছন্দের তালিকায় ভাত হচ্ছে প্রধান খাদ্যে। আর ধান এই দেশের জন্য অন্যতম সম্পদ। তাই তিনি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উত্তর দেওয়ানপুর ২ নম্বর ওয়ার্ডের বিশাল এই জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি জানান এই জমিতে দেশী জাতের ধানের সঙ্গে বিদেশি জাতের ধানও আবাদ করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানের কৃষকদের অনুরোধ করেছিলেন পতিত জমি খালি না রেখে চাষাবাদ করার জন্য, এমপির অনুপ্রেরণায় তিনি এই জমিগুলোতে দুই বছর ধরে বোরো ধানের চাষা শুরু করেন।
এ ব্যাপারে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, এবার রাউজান উপজেলায় ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তারমধ্যে হাইব্রিড ১৩৬০ হেক্টর এবং ৩২৯০ হেক্টর উফশী ধানের চাষ করা হয়েছে। এবার ২২০০০ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। তিনি জানান এবার সারা রাউজানে বোরা ধানের ফলন ভালো হয়েছে। কিছু কিছু এলায় ধান কাটা শুরু হয়েয়ে বাকি ধান কর্তন শেষ হতে আরও এক মাস সময় লাগবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
