ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কমলগঞ্জে ৭ দফা দাবিতে চা শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:৮
মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চা শ্রমিক নেতারা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্গত মনু ধলই ভ্যালির চৌমুহনাস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মনু ধলই ভ্যালির সহ-সভাপতি গায়ত্রী রাজভর, চা শ্রমিক নেতা সীতারাম বীণ, মন্টু অলমিক, রাজিব কৈরী, প্রদীপ পালসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক চা শ্রমিকদের জন্য খসড়া সুপারিশ বাতিলসহ ৭ দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মনু ধলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা। সংবাদ সম্মেলনে খসড়া গেজেট প্রত্যাখ্যান ও বাতিলপূর্বক শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন চা শ্রমিক নেতারা।
 
দাবিগুলো হলো- চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি, খসড়া গেজেটের ৭ ধারা বাতিল, তফসিল ‘খ’-এর ক্রমিক নং ৩ (শিক্ষানবিস) বাতিল, বৈশাখী ভাতা প্রদান, শ্রম আইন অনুযায়ী প্রসূতি কল্যাণ ছুটি ৬ মাস করা, ৬০ দিনের পূর্ণ মজুরির সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসেবে প্রদান, গ্র্যাচুয়িটি, গ্রুপ বীমা ও ক্যাজুয়াল লিভ প্রদান।
 
চা শ্রমিক নেতৃবৃন্দ জানান, চা শ্রমিকরা জন্ম থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত। তারা সব সময় নৌকা মার্কার সরকারকে ভোট দিয়ে আসছেন। অথচ নৌকা মার্কার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এখন গভীর ষড়যন্ত্র চলছে। মালিকপক্ষের ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ রকম একতরফা গেজেটের পাঁয়তারা চলছে। নিম্নতম মজুরি বোর্ডে চা শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা লিপিবদ্ধের ক্ষেত্রে মানসম্মত নয়, বিধায় চা শ্রমিকরা খসড়া গেজেট প্রত্যাখ্যান ও বাতিলপূর্ব্বক শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।
 
চা শ্রমিক নেতৃবৃন্দ জানান, প্রকৃতপক্ষে চা শিল্পের বহু বছরের প্রতিষ্ঠিত বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশের চা সংসদের প্রতি দুই বছর অন্তর অন্তর দ্বিপাক্ষিক চুক্তি হয়। খসড়া চুক্তিতে উল্লেখ আছে, প্রতি ৩ বছর অন্তর দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেটা সঠিক নয়। তারা আরো জানান, প্রতি দুই বছরের স্থলে তিন বছর অন্তর চুক্তি হলে শক্তিশালী মালিকপক্ষের দ্বারা অপেক্ষাকৃত কম মজুরি নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই পূর্বের রীতি অনুযায়ী চা শ্রমিকদের শিক্ষানবিসকাল কোনো সময় ছিল না। আমরা এখনো চাই না সুপারিশ অনুযায়ী মজুরি বৃদ্ধি। বর্তমানে চা শ্রমিকরা ১২০ টাকা মজুরি পাচ্ছেন। তাছাড়া চা ইউনিয়ন ২০১৯ সালের পহেলা জানুয়ারিতে ১২০ টাকা মজুরি কার্যকর করেছে, আমরা যা সঠিকভাবে পাচ্ছি। এমতাবস্থায় আমরা আড়াই বছর যাবৎ যে ১২০ টাকা মজুরি পাচ্ছি, সেই ১২০ টাকা আড়াই বছর পরে মজুরি বোর্ড কর্তৃক ঘোষণা করার কোনো মানে হয় না।
 
বর্তমান বিশ্ব বাজারে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি থাকায় আমাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা এবং শ্রমিকদের চেলেলে-মেয়েদের লেখাপড়া করা খুবই কষ্টকর হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এ সময় তারা বিভিন্ন দাবি-দাওয়াসহ মজুরি বোর্ডের কাছে ন্যূনতম ৩০০ টাকা মজুরি প্রদানের জন্য দাবি করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত