ছেলের অপরাধ আড়াল করতে পিতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে প্রকৃত আসামি নজরুল ইসলাম সোহেলের অডিও রেকর্ড ফাঁস হওয়ায় ছেলে সোহেলকে আড়াল করতে সংবাদ সম্মেলন করেছেন পিতা সিরাজুল ইসলাম মেম্বার। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তার ছেলে নজরুল ইসলাম সোহেলকে নির্দোষ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অডিও রেকর্ডে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেননি এবং প্রশ্নের উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছৈয়দুল ইসলাম, শওকত আলী, মীর আহমদ।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, থানা পুলিশের উদ্ধারকৃত ৩০০ রাউন্ড কার্তুজ জঙ্গলখাইন ইউনিয়নের ছালে আহমদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ মাইকেল জসিমের। এ বিষয়ে পুলিশ জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। জসিমের বিরুদ্ধে পটিয়া ও বোয়ালখালী থানায় বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করেন এবং তার ছেলে ও পরিবারকে হত্যা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। জসিম নিজেকে বাঁচাতে কার্তুজগুলো আমার ছেলে সোহেলের বলে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় হুইপ ও পুলিশ প্রশাসনের নিকট জসিমকে গ্রেপ্তার করার দাবি জানান। কিন্তু তিনি তার ছেলে সোহেলের অডিও রেকর্ডে কার্তুজগুলো তার বলে স্বীকার করছেন- এ বিষয়ে সোহেলের পিতা সিরাজুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি।
উল্লেখ্য, গত ১৫ জুন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের কাছে সঠিক-সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আবেদন করেন অভিযুক্ত জসিম উদ্দিন প্রকাশ মাইকেল জসিমের মা সামশুন নাহার। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে পটিয়া থানার এসআই মুক্তার হোসেনসহ একদল পুলিশ পটিয়া উপজেলার ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উজিরপুর গ্রামের মেম্বার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (সোহেল)-এর বাড়িতে অভিযান চালায়। পুলিশ তল্লাশি চালিয়ে সোহেলের বসতঘরের দোতলায় ধানের গোলা থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় সোহেলের চাচা লিয়াকত আলীকে (বাসু) হেফাজতকর্মী হিসেবে গ্রেফতার করে। পুলিশ সোহেলের ঘর থেকে বস্তাভর্তি বন্দুকের কার্তুজ (নতুন প্যাকেটে ভর্তি) উদ্ধার করে পার্শ্ববর্তী আমার ঘরের দ্বিতীয় তলায় নিয়ে আসে। কিন্তু পুলিশ মামলায় দেখায় যে, আমার ঘর থেকে কার্তুজগুলো উদ্ধার করেছে। এতে পুলিশ সোহেলের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আমার ছেলে জসিম উদ্দিনের নাম জড়িত করে। এ ঘটনার পর সোহেল কার্তুজগুলো তার বলে স্বীকার করে এবং কোথায় ও কার কাছে বিক্রি করবে সেগুলোর বর্ননা দিয়ে আমার ছেলে জসিমের সাথে মোবাইল ফোনে কথা বলার অডিও রেকর্ড রয়েছে।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
