ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ছেলের অপরাধ আড়াল করতে পিতার সংবাদ সম্মেলন


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:১০

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে প্রকৃত আসামি নজরুল ইসলাম সোহেলের অডিও রেকর্ড ফাঁস হওয়ায় ছেলে সোহেলকে আড়াল করতে সংবাদ সম্মেলন করেছেন পিতা সিরাজুল ইসলাম মেম্বার। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তার ছেলে নজরুল ইসলাম সোহেলকে নির্দোষ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অডিও রেকর্ডে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেননি এবং প্রশ্নের উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছৈয়দুল ইসলাম, শওকত আলী, মীর আহমদ। 

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, থানা পুলিশের উদ্ধারকৃত ৩০০ রাউন্ড কার্তুজ জঙ্গলখাইন ইউনিয়নের ছালে আহমদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ মাইকেল জসিমের। এ বিষয়ে পুলিশ জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। জসিমের বিরুদ্ধে পটিয়া ও বোয়ালখালী থানায় বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করেন এবং তার ছেলে ও পরিবারকে হত্যা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। জসিম নিজেকে বাঁচাতে কার্তুজগুলো আমার ছেলে সোহেলের বলে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় হুইপ ও পুলিশ প্রশাসনের নিকট জসিমকে গ্রেপ্তার করার দাবি জানান। কিন্তু তিনি তার ছেলে সোহেলের অডিও রেকর্ডে কার্তুজগুলো তার বলে স্বীকার করছেন- এ বিষয়ে সোহেলের পিতা সিরাজুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ্য, গত ১৫ জুন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের কাছে সঠিক-সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আবেদন করেন অভিযুক্ত জসিম উদ্দিন প্রকাশ মাইকেল জসিমের মা সামশুন নাহার। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে পটিয়া থানার এসআই মুক্তার হোসেনসহ একদল পুলিশ পটিয়া উপজেলার ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উজিরপুর গ্রামের মেম্বার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (সোহেল)-এর বাড়িতে অভিযান চালায়। পুলিশ তল্লাশি চালিয়ে সোহেলের বসতঘরের দোতলায় ধানের গোলা থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় সোহেলের চাচা লিয়াকত আলীকে (বাসু) হেফাজতকর্মী হিসেবে গ্রেফতার করে। পুলিশ সোহেলের ঘর থেকে বস্তাভর্তি বন্দুকের কার্তুজ (নতুন প্যাকেটে ভর্তি) উদ্ধার করে পার্শ্ববর্তী আমার ঘরের দ্বিতীয় তলায় নিয়ে আসে। কিন্তু পুলিশ মামলায় দেখায় যে, আমার ঘর থেকে কার্তুজগুলো উদ্ধার করেছে। এতে পুলিশ সোহেলের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আমার ছেলে জসিম উদ্দিনের নাম জড়িত করে। এ ঘটনার পর সোহেল কার্তুজগুলো তার বলে স্বীকার করে এবং কোথায় ও কার কাছে বিক্রি করবে সেগুলোর বর্ননা দিয়ে আমার ছেলে জসিমের সাথে মোবাইল ফোনে কথা বলার অডিও রেকর্ড রয়েছে। 

এমএসএম / জামান

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত